জননী’র হাত ধরেই শুরু বাংলা মেগা সিরিয়াল! ২৭ বছর পর ফিরে দেখা বাঙালির সেই সাদা-কালো মুহূর্ত

সময়ের হাত ধরে পরিবর্তন এসেছে বাংলা টেলিভিশনের ধারায়। সাংসারিক কূটনীতি, পরকীয়ায় ভরে উঠেছে আজকের বাংলা মেগাসিরিয়াল। তবে এই সব কিছুর উর্ধ্বে রয়েছে কিছু বাংলা সিরিয়াল। যারা এই কূটনীতি, পরকীয়া থেকে দূরে সরে মানুষের প্রতিদিনে হাসি-কান্নার কথা বলেছে। তবে সে সকল সিরিয়ালের টিআরপি নেহাতই কম। যার জেরে অধিকাংশই বন্ধের মুখে। আসলে আগের তুলনায় বদলেছে মানুষের রুচি। তাই বদলেছে ধারাবাহিকের ধারাও। তবে এই মেগা সিরিয়ালের সূত্রপাত কোথা থেকে? তা হয় তো বর্তমান সিরিয়ালপ্রেমীরা না জানলেও, বাংলা ধারাবাহিকের পুরানো প্রেমীরা খুব ভালো করেই জানে।
তখন চারপাশে এত জমজমাট ছিল না। শহর তথা শহরতলী দুপুর গড়াতেই শান্ত হয়ে যেত। বাড়ির মা-মাসিরা রাঁধা-বাড়া ছেড়ে দুপুর বারোটা বাজতেই বসে পড়ত টিভির সামনে। ঘর তখন জমজমাট। বেলা গড়িয়ে দুপুরে পদার্পণ করায় বাইরেটা শান্ত। দুপুরের অল্প কিছু বাস ছাড়ার শব্দ, রিক্সাওয়ালাদের ঘরে ফেরার শব্দ। আর তারই মাঝে টিভির পর্দায় বেজে উঠতো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা রবীন গঙ্গোপাধ্যায়ের সুরে ইন্দ্রাণী সেনের গলায় গাওয়া একটি জিঙ্গেল ‘হাসি মুখে যে সয় জগতের সেই জননী’।
এখনকার মতো তখন এতো হাজারটা চ্যানেলের রমরমা ছিল না। মেগা সিরিয়াল বলতে শুধুই ন্যাশনাল টিভিতে হিন্দিতে ‘শান্তি’। বাংলা ধারাবাহিকের জগৎ তখন শুনসান। তবে গোটা দুনিয়ার থেকে পিছিয়ে থাকবে বাংলা এমনটা তো মোটেই নয়। সাল ১৯৯৫। চ্যানেল এইটের হাত ধরে শুরু হল বাংলা মেগা সিরিয়াল। সোম থেকে শুক্র দুপুর সাড় বারোটার স্লটে এল ‘জননী’। নাম ভূমিকায় সুপ্রীয়া দেবী। পরিচালক বিষ্ণু পালচৌধুরী৷ চিত্রনাট্যকার দুলেন্দ্র ভৌমিক৷ এক বছর জনপ্রিয়তার শিখরে থেকে ২৬০ পর্বে শেষ হয় ‘জননী’।
উল্লেখ্য, বাঙালির কাছে সুপ্রিয়া মানে স্টাইল আইকন, বাঁধ ভাঙা যৌনতা ও বাঙালির সোফিয়া লোরেন। সেই সব বাঁধা ভেঙে এক অন্য রূপে বাঙালির কাছে আবার আগমন হল সুপ্রিয়ার। সেই সময়কালে মানুষের মনে বিরাট প্রভাব ফেলেছিল এই ‘জননী’ সিরিয়াল। দুপুর গড়াতেই বাড়ির মা-মাসিদের দেখা মিলত টিভির সামনে। বাঙালির বিপ্লব হারানো, শান্ত জীবনে সেই প্রথমবার আগমন ঘটল বাংলা সিরিয়ালের। না! সিরিয়াল নয় ধারাবাহিক। তখনও সিরিয়াল শব্দটা আসেনি বাঙালির বাক্যচয়নে। কিন্তু মানুষের মন কাড়তে প্রয়োজন হয়নি সেই আধুনিক শব্দের। অভিনয়ের দক্ষতার জেরেই বাঙালির মননে নিজেদের প্রভাব তৈরি করে ফেলেছিল ‘জননী’। যা হয় তো আজও সেকালের বাঙালিদের মনে নিজের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে।