জিতের ছবিতে জিতুর প্রস্তুতি, মানুষ নিয়ে কী বললেন

এবার জিতুকে দেখা যাবে ‘মানুষ’ ছবিতে। তাঁর হাতে রয়েছে অনেক ছবি। তাই নিয়ে ব্যস্ত তিনি।

কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয়কে অন্যমাত্রায় নিয়ে গেছেন তিনি। নিজের অভিনীত ছবির চরিত্রের ভূমিকাগুলি অত্যন্ত নিখুঁতভাবে করেন। সিরিয়াল (Serial) জগত দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। এরপর একের পর এক সাফল্যের সিঁড়ি চড়ছেন। তিনি আর কেউ নন, তিনি বিখ্যাত টলিউড অভিনেতা (Tollywood Actor) জিতু কামাল (Jeetu Kamal)। ২০২২ সালের ‘অপরাজিত’ (Aparajito) সিনেমাতে বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ভূমিকায় তিনি যে অভিনয় করেছিলেন, এখনো অবধি সেটি তাঁর জীবনের সেরা অভিনয় হিসেবে ধরা হয়। এরপর কেটে গেছে একটা বছর। এবার জিতুকে দেখা যাবে ‘মানুষ’ (Manush) ছবিতে।

এক সাক্ষাৎকারে জিতুকে মানুষ ছবির জন্য প্রস্তুতি সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “দেখুন প্রতিটা ছবির জন্য আমি নিজের চরিত্রের (Character) উপর বেশি নজর ও গুরুত্ব দিই। ছবিতে লুকের (Looks) জন্য নিজের চুল বাড়িয়েছিলাম। দাড়িটাও অনেকটা বড় করা সম্ভব হয়নি। তবে এই ছবির জন্য যেভাবে প্রস্তুতি নেওয়ার, আমি নিয়েছি।” এরপরে জিতের সম্বন্ধে প্রশ্ন করা হলে জিতু জানান, “দেখুন জিৎদা অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। উনি একজন দারুন অভিনেতা। ওনার সঙ্গে কাজ করার জন্য মানানসই চরিত্র দরকার। মান্নান চরিত্রটা ঠিক সেরকমই যেরকম দরকার। তবে আমার চরিত্রটা কি বা কেমন এই সম্বন্ধে এক্ষুনি কিছু বলা যাবে না।”

Manush,Movie,Bengali,Entertainment,Tollywood,Jeetu Kamal,Jeet

এছাড়াও তিনি জানান, “জিৎদার (Jeet) সঙ্গে কাজ করে আমি অত্যন্ত খুশি। উনি একজন দারুন অভিনেতা। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে উনার ব্যাপারে সেটি হলো ওনার একাগ্রতা এবং উনি যেভাবে কাজ করেন, প্রতিটি চরিত্রে নিখুঁতভাবে অভিনয় করেন।” জানা গিয়েছে, এই মুহূর্তে জিতু কামালের ঝুলিতে রয়েছে অজস্র ছবি। তবে অধিকাংশই অ্যাকশন মুভি (Action Movie)। তাই এই মুহূর্তে তিনি ব্যস্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণে।




Leave a Reply

Back to top button