যীশু ও নীলাঞ্জনা সেনগুপ্তের নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’ নিয়ে খোলামেলা আলোচনায় যীশু

এর আগে যিশু সেনগুপ্তের প্রোডাকশনের মাধ্যমে বাংলা সিরিয়ালে আসে ‘হরগৌরী পাইস হোটেল’। এবার আসতে চলেছে আরও একটি সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’।

শুভঙ্কর, কলকাতা: স্টার জলসায় শুরু হতে চলেছে আরও একটি নতুন সিরিয়াল। এই সিরিয়ালের পিছনে রয়েছেন যীশু সেনগুপ্ত ও তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। নতুন সিরিয়ালের নাম ‘লাভ বিয়ে আজকাল’। এর আগেও একটি সিরিয়ালের তাদের হাত ধরেই দর্শকদের সামনে এসেছে সেটি হল ‘হরগৌরী পাইস হোটেল’। এবার নতুন ধারাবাহিক শুরু হওয়ার আগে সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন বাংলা ও বর্তমানে বলিউড এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।

সাক্ষাৎকার পর্বের শুরুতে যিশু সেনগুপ্তকে জিজ্ঞাসা করা হয় সিরিয়ালগুলোর জন্য নতুন নতুন মুখ তারা খুঁজে পাচ্ছেন কোথা থেকে? প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমরা মূলত অডিশনের মাধ্যমেই সব ঠিক করি। খবরগুলো পাই বন্ধুদের থেকে। বিভিন্ন ফটোগ্রাফাররা আছে যাদের থেকেও অনেক খোঁজ পাওয়া যায়। সেই অনুযায়ী যোগাযোগ করে পরে অডিশনের মাধ্যমে বেছে নিই”। তবে তিনি জানানতে ভুলেনি সবটাই সামলান তার স্ত্রী নীলাঞ্জনা। এই বিষয়ে তিনি বলেন, “ এসব নীলাঞ্জনা দেখে। প্রোডাকশানটা শুধুমাত্র আমার নামে। বাকি সব কিছু হ্যাঁ-না, ভুল-ঠিক ওই বিচার করে। যতটা আমি দেখি তার মধ্যে আবার ভুল করি ফলে বকাও খাই”। এর পরের প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হয় নতুন সিরিয়াল কতটা আলাদা হতে চলেছে, তিনি জানান, “ কতটা আলাদা সেটা দর্শকরা দেখার পর বলতে পারবেন। তবে আমি বলতে পারি এই ধরনের বিষয় এর আগে বাংলা ধারাবাহিকে দেখানো হয়নি। স্টার জলসা কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এই ধরনের বোল্ড গল্প নিয়ে আসার জন্য”।

Jishu Sengupta,nilanjana Sengupta,love biya aajkal,Star jalsha,new serial

এরপরে তাকে জিজ্ঞাসা করা হয় এই সিরিয়ালে কাকে কাকে দেখা যাবে। তিনি বলেন, “ এটা শো শুরু হলেই সবাই বুঝতে পারবে। ব্যাপারটা সাসপেন্স থাক। তবে এই টুকুনি বলতে পারি এখানে প্রচুর নতুন মুখ আছে সবাই মূলত থিয়েটারের থেকে উঠে আসা”। এরপরে তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি কবে ছোট পর্দায় ফিরছেন উত্তরে সোজাসুজি জবাব দিয়ে যীশু বলেন, “ কাজ দিলে অবশ্যই করবো। কোনও চ্যানেল তো আমাকে ডাকছেই না। ডাক পেলে অবশ্যই ফিরব”।




Leave a Reply

Back to top button