ফের এক ফ্রেমে কাঞ্চন ও শ্রীময়ী
এই জুটি একসাথে গিয়েছিলেন 'রক্তবীজ' সিনেমাটি দেখতে। এই ছবিতে নিত্যানন্দ পুততুণ্ডি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক।

কলকাতা: সেলিব্রিটি বড় মাপের হোক কি ছোট মাপের, কোন না কোন ক্ষেত্রে পড়তেই হয়েছে বিতর্কের জালে। বাদ যায়নি বিশিষ্ট টলিউড অভিনেতা, তথা তৃণমূল বিধায়ক, কাঞ্চন মল্লিকও। কখনো স্ত্রীর দ্বারা মামলা বা কখনো বাংলা সিরিয়াল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেমের গুজব খবর, সবেতেই লাইন লাইটে এসেছেন তিনি। বিশেষ করে শ্রীময় চট্টরাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের খবর, এক সময় বহু লোকের নজর কেড়েছিল। দৃষ্টি আকর্ষণ করেছিল সবার। তবে এবার ফের একসঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন দুজনে। তাও আবার কালার ম্যাচিং পোশাকে। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ফের চাগার দিয়েছে বিনোদন প্রেমীদের মনে সেই পুরনো, চেপে যাওয়া প্রশ্ন। চলছে কি দুজনের মধ্যে কিছু?
জানা গিয়েছে, এই জুটি একসাথে গিয়েছিলেন ‘রক্তবীজ’ সিনেমাটি দেখতে। এই ছবিতে নিত্যানন্দ পুততুণ্ডি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক। সিনেমার যেই দৃশ্যে কাঞ্চন মল্লিককে দেখা গিয়েছিল, সেই ছবিটি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শ্রীময়ী চট্টরাজ। ক্যাপশনে লেখা “রক্তবীজ দেখলাম অফিসের মিস্টার নিত্যানন্দ পুততুণ্ডির সাথে…মিথ্যে বলবো না ছবিটা আমার খুবই ভালো লেগেছে, কোন তুলনা হবেনা।” এর সাথে ছিল দুজনের একসাথে তোলা সেলফিও। এরপরই অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে বয়ে যায় কমেন্টের বন্যা।
শুধু একসাথে সিনেমা দেখাই নয়, এর আগেও বহুবার দুজনকে একসাথে বহু অনুষ্ঠানে কালার ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে। এমনকি, পুজোর সময়ও দুজনকে একসাথে দেখা গিয়েছে। সম্প্রতি শিক্ষক দিবসের দিনও তৃণমূল বিধায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীময়ী। কাঞ্চন মল্লিককে নিয়ে তিনি লেখেন, “শিক্ষক, ফিলোজাফর ও গাইড”। এছাড়াও বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হওয়ায়, শ্রীময়ী তৃণমূল বিধায়ককে নিয়ে একটি পোস্ট করেন। তাতে লেখা, “২০১২ সাল থেকে ২০২৩, ১১ বছর পূর্ণ হল এই বন্ধুত্ব। আজকের দিনে একটাই কথা বলতে চাই। এই সম্পর্ক যেন চিরকাল অটুট থাকে। কোনকিছুই যেন ভাঙতে না পারে