সৌন্দর্যের ফাঁদে পড়ে মৃত্যু! মেদ কমাতে প্লাস্টিক সার্জারি, ২১ বছরেই প্রাণ গেল এই অভিনেত্রীর

রাখী পোদ্দার, কলকাতা : প্লাস্টিক সার্জারি, কথাটির সাথে আমরা সবাই পরিচিত। চোখ মুখ টান টান এবং নিখুঁত রাখতে অনেকেই করে থাকেন এই প্লাস্টিক সার্জারি ( Plastic Surgery)। আবার পারফেক্ট ফিগার পেতেও এই সার্জারি করেন অনেকেই। আর সেই তালিকায় নাম রয়েছে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদেরও। নিজেদের সুন্দর করে তুলতে লক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করতে দুবারও ভাবেন না তাঁরা। তবে যে প্লাস্টিক সার্জারি ( Plastic Surgery) করালেই আপনাকে সবসময় সুন্দর দেখাবে এর কোনো মানে নেই। এই সার্জারির যেমন ভালো দিক বর্তমান তেমনই সামান্য ভুলে রয়েছে এর ক্ষতিকর প্রভাবও। এমনকি এক্ষেত্রে ভুল চিকিৎসায় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানুষের। কি শুনে অবাক হচ্ছেন তো? শুনে অবাক লাগলেও এই প্লাস্টিক সার্জারির ফলেই মাত্র ২১ বছর বয়সে প্রাণ হারালেন কন্নড় অভিনেত্রী চেতনা রাজ ( Kannada actress Chetna Raj)।
অতিরিক্ত মেদ বাড়লেই পরতে হবে বডি শেমিংয়ের মুখে। আর এই মেদ ঝরানোর চিন্তাই কাল হয়ে দাঁড়ালো এই অভিনেত্রীর ক্ষেত্রে। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৬ই মে ‘ফ্যাট ফ্রি’ প্লাস্টিক সার্জারি করাতে বেঙ্গালুরুর ‘শেট্টিস কসমেটিক সেন্টারে’ (Shetty’s Cosmetic Centre) ভর্তি হন চেতনা। জানা যায়, সার্জারি পারফর্ম করতে গিয়েই অভিনেত্রীর ( Chetna Raj) ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। জল জমতে শুরু করে ফুসফুসে। সূত্রের খবর অনুযায়ী, এরপর অ্যানেস্থেটিস্ট মেলভিন এবং প্লাস্টিক সার্জারি করেছেন যে বাকি ডাক্তাররা তাঁদের সঙ্গে, চেতনাকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কাডে হাসপাতালে (;Kaade Hospital) নিয়ে আসেন এবং চিকিৎসকদের হুমকি দেন যে তাঁকে হৃদরোগে আক্রান্ত ব্যক্তি হিসাবে চিকিৎসা করার জন্য।
আরও পড়ুন : ঠান্ডা মাথায় ‘খুন’ পল্লবীকে! পুলিশি জেরায় প্রেমিকের মুখ থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ওই হাসপাতালের ডাক্তাররা সিপিআর ( CPR) শুরু করে। প্রায় ৪৫ মিনিট ধরে বহু চেষ্টা করার পরও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে চেতনার, অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা। বাসবেশ্বরানগর পুলিশ স্টেশনে ( Basbeshwaranagar police station) অভিযোগ জানিয়ে আইসিইউ ইনটেনসিভিস্ট ডাক্তার সন্দীপ ( ICU Intensivist Dr. Sandeep) বলেন যে পৌনে সাতটা নাগাদ চেতনাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর অভিযোগ, ‘শেট্টিস কসমেটিক সেন্টার’-এর ডাক্তাররা আগে থেকেই জানতেন যে চেতনা ( Chetna Raj) মারা গেছেন। সূত্রের খবর, বাবা-মাকে না জানিয়েই প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। বন্ধুদের সাথেই হাসপাতালে যান তিনি। আর এই সিদ্ধান্তই হয়ে ওঠে তাঁর জীবনের কাল।
আরও পড়ুন : “টাকার জন্য সুদীপকে বিয়ে করেছে পৃথা,” ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে কি জবাব দিলেন এই জুটি?

‘গীতা’, ‘ডোরেসানি’ ধারাবাহিকে অভিনয়ের সুবাদে অল্প বয়সেই জনপ্রিয়তা লাভ করেছিলেন চেতনা রাজ ( Chetna Raj)। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার পরিজন সহ কন্নড় ইন্ডাস্ট্রিতেও। ইতিমধ্যেই শেট্টিস কসমেটিক সেন্টারের ( Shetty’s Cosmetic Centre) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।