মুখের দিকে তাকালেই শিউরে উঠবেন! আরও সুন্দর হতে গিয়ে এ কোন বিপদে পড়লেন অভিনেত্রী

মন্টি শীল, কলকাতা : বর্তমানে সমগ্র বিনোদন জগতে অভিনেত্রীদের মধ্যে এক নতুন ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে, আর সেটা হল নিজেকে সুন্দর থেকে আরও সুন্দর হিসেবে গড়ে তোলা। আর এই ট্রেন্ড নজরে এসেছে বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বত্রই। কিন্তু এই সৌন্দর্য নিয়ে মাতামাতি করতে গিয়ে হয়তো বিপদও ঘটতে পারে সেটা হয়তো জানা ছিল না এই অভিনেত্রীর। ভুল অস্ত্রপ্রচারের দরুন মুখের বিকৃতি ঘটল কন্নড় অভিনেত্রীর। বদলে গিয়েছে অভিনেত্রীর মুখে গঠন। ঘটনাটি ঘটেছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী স্বাতী সতীশ ( Swathi Sathish )-এর সঙ্গে।

জানা গিয়েছে, বেশ কিছু দিন যাবত দাঁতের সমস্যা নিয়ে ভুগছিলেন অভিনেত্রী স্বাতী সতীশ। সমস্যা নির্মূল করার জন্য দাঁতে রুট ক্যানেল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। আর সেই মতো প্রস্তুতিও নিয়েছিলেন এই কন্নড় অভিনেত্রী ( Kannada Actress )। কিন্তু তাঁর পরেই ঘটল যত বিপত্তি। অস্ত্রপ্রচারের পর ধীরে ধীরে অভিনেত্রীর গোটা মুখ জুড়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। অসম্ভব যন্ত্রণার সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করে অভিনেত্রীর গোটা মুখ। শেষমেশ এমন এক পরিস্থিতি এসে দাঁড়ায়, যে একটা সময় অভিনেত্রীর মুখ চেনা যাচ্ছিল না।

22c23

অভিনেত্রীর অভিযোগ, অস্ত্রপ্রচারে ২০ দিন পার হয়ে যাওয়ার পরেও তাঁর মুখের একই অবস্থা রয়েছে। জানা গিয়েছে, গত ২৮ শে মে অস্ত্রপ্রচার করা হয়েছিল অভিনেত্রীর মুখে। সাধারণত অস্ত্রপ্রচারের কয়েক ঘন্টা পর পর্যন্ত মুখে ফোলা ভাব বজায় থাকে। তারপর ধীরে ধীরে সেই ফোলা অংশটি নির্মূল হতে শুরু করে। কিন্তু অভিনেত্রীর ক্ষেত্রে তার বিপরীত ঘটছিল। যার দরুন অভিনেত্রী রীতিমতো চিন্তিত। অভিনেত্রী স্বাতী সতীশ ( Swathi Sathish ) এর মতে, ‘ওই দিন অস্ত্রপ্রচারের সময় চিকিৎসক তাঁর মুখে অ্যানেসথেসিয়া দেওয়ার আগে সোডিয়াম হাইপোক্লোরাইট ইনজেকশন দিয়েছিলেন। যা খুবই যন্ত্রণা দায়ক ছিল।’

22c22

তবে অস্ত্রপ্রচারের পর অভিনেত্রীর মুখের এই দশা দেখে কোনও রকমের পদক্ষেপ নেওয়া হয়নি ওই চিকিৎসকের পক্ষ থেকে। এমনকি তাঁর মুখের এই অবস্থা দেখার পর হাতছাড়া হচ্ছে একের পর এক সিনেমার অফার। বন্ধ হয়ে গিয়েছে সিনেমার স্যুটিং। জানা গিয়েছে, এই কন্নড় অভিনেত্রী খুব শীঘ্রই তাঁর এই অবস্থার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। অপরদিকে, অভিযুক্ত চিকিৎসকের মতে অভিনেত্রী মিথ্যা কথা বলছেন। কারণ, প্রমাণ অনুযায়ী অভিনেত্রী স্বাতী সতীশ ( Swathi Sathish )-এর মুখের ফোলা ভাব নির্মূল হয়ে গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোন পক্ষ সত্যি কথা বলছেন তা পরবর্তী সময়ে বোঝা যাবে, কিন্তু অভিনেত্রীর এই ভাইরাল পোস্ট দেখা পর রীতিমতো হতবাক হয়েছেন তাঁর অনুরাগীদের একাংশ।




Leave a Reply

Back to top button