জোড়ায় টক্কর সপ্তাহের শেষে টিআরপির সেরার শীর্ষে শিমূল-পর্না!
গল্পের নয়া মোড় শাশুড়ি বৌমার মিল হতেই পরপর দুবার টিআরপি টপে শিমূল!

আরও একটি শুক্রবার। আর দিনটিতেই তো বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। কোন ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গেল বা কোন সিরিয়ালের ভাগ্যের চাকা ঘুরল সেই বিচার হয় লক্ষ্মীবারে। গত সপ্তাহে নিম ফুলের মধু ছিল ২ নম্বরে। এবারেও ছক্কা হাঁকাল পর্ণা- সৃজন। পেল ৭.৯ নম্বর। কার কাছে কই মনের কথাও পেয়েছে ৭.৯। সুতরাং যুগ্ম ভাবে টিআরপি-র শীর্ষে রয়েছে এই দুই ধারাবাহিক( serial) দ্বিতীয় স্থানে রয়েছে ধরে রেখেছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৭.৮। এক সময়ের টপার জগদ্ধাত্রী এই মুহূর্তে রয়েছে তিন নম্বরে নম্বর ৭.৭। অনুরাগের ছোঁয়া মাত্র ৭.০। পাঁচে রয়েছে সন্ধ্যাতারা।বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা(Zee bangla) এবং স্টার জলসাতে(Star Jalsha)। তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা( Trp list) দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷
মূলত, লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে আচমকা এমন রদবদল দেখে স্বভাবতই চমকে যাবেন ভক্তরা৷ টিআরপি তালিকায় সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে কার কাছে কই মনের কথা(kar kache koi moner kotha) এবং নিম ফুলের মধু (Nim Fuler modhu)৷ প্রথমবার বেঙ্গল টপারের(Topper) মুকুট মাথায় উঠেছে শিমুল ও পর্ণার। মূলত, ‘কার কাছে কই মনের কথা’ তে শাশুড়ি বউমার মিল হয়েছে অনেকদিনই। এদিকে পরাগকে বাঁচিয়ে তিন বন্ধুর সঙ্গে খানিকটা মনোমালিন্য হয়েছে শিমূলের। আবার শিমূলের দ্বিতীয় বিয়ে দেওয়ার তোড়জোড় করছেন তাঁর শাশুড়ি।
আবার অন্যদিকে, ‘নিম ফুলের মধু’তে চয়ন-রুচিরার সম্পর্কের সমীকরণও জমে উঠেছে। কৌশিকী মুখোপাধ্যায়ের মেয়ের অপহরণ নিয়ে তোলপাড় ‘জগদ্ধাত্রী ’ (Jagadhatri)। আবার স্বামীর কাছাকাছি আসছে ‘ফুলকি’(Fulki)। তবে ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chhowa)কিন্তু বেশ খানিকটা নেমে গিয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা(Trp list):
প্রথম: কার কাছে কই মনের কথা/ নিম ফুলের মধু (৭.৯)
দ্বিতীয়: ফুলকি (৭.৮)
তৃতীয়: জগদ্ধাত্রী (৭.৭)
চতুর্থ: অনুরাগের ছোঁয়া (৭.০)
পঞ্চম: সন্ধ্যাতারা (৬.৪)
ষষ্ঠ: তোমাদের রানি (৬.৩)
সপ্তম: তুঁতে/ লাভ বিয়ে আজকাল/ রাঙা বউ (৬.২)
অষ্টম:ইচ্ছে পুতুল/ জল থই থই ভালোবাসা (৬.১)
নবম: হরগৌরী পাইস হোটেল (৫.৯)
দশম: তুমি আশেপাশে থাকলে / কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.২)