বিয়ের আগেই নাচের মঞ্চে অম্বানির পুত্রবধূ! বৌমা নাচ দেখে হতবাক খোদ অম্বানি

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি সমগ্র ভারতবর্ষ তথা গোটা বিশ্ব জুড়ে শিল্পপতি মহলে একটা নাম বেশ স্পষ্ট ভাবে শোনা যায়, আর সেই নাম হল রিলায়েন্স (Reliance) কম্পানির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ভারতীয় শিল্প তথা শিল্পায়নের ক্ষেত্রে এক অবিস্মরণীয় অবদান রয়েছে এই শিল্পপতির। দেশের উন্নতির লক্ষে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে শুধুমাত্র শিল্প নয়, এর সঙ্গে সঙ্গে ক্রীড়া জগতের উন্নতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তার স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)।
আর দেশের এই গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তি এবং তার পরিবারের সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে বসে রয়েছে সমগ্র বিশ্বের মানুষ। সম্প্রতি কিছু দিন আগে অতিবাহিত হয়েছে মুকেশ আম্বানি-র কনিষ্ঠ কন্যা ইশা আম্বানির বিবাহ। তার আগে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন আম্বানি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তথা মুকেশ পুত্র আকাশ আম্বানি। যাকে ঘিরে উৎসাহের কমতি ছিল না দেশ বাসির মধ্যে। অনেকেই কথার ছলে বলেছিলেন, আম্বানি সন্তানের বিয়েতে নাকি টাকার বিনিময়ে ডলার উড়েছে। যাক সেই সব তো শুধুমাত্র আলোচনার বিষয়।
কিন্তু জানা গিয়েছে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani)। জানা গিয়েছে, তার হবু স্ত্রী-এর নাম রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)। এর আগে বহু বার আম্বানি পরিবারের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল রাধিকা-কে। যার দরুন বিভিন্ন মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু এইবার সেই আলোচনা সত্যি হতে চলেছে। শোনা গিয়েছে, হবু পুত্রবধূর জন্য কখনও কোনও জিনিসের খামতি হতে দেন না আম্বানি স্ত্রী নিতা আম্বানি। যার এক ছোট্ট নিদর্শন এই দিনের আয়োজিত অনুষ্ঠানে সকলের সামনে উঠে এল।
জানা গিয়েছে, আম্বানি পরিবারের হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্ট একজন ভরতনাট্যমের প্রশিক্ষিত শিল্পী। আর এই দিন ছিল তার নৃত্য প্রশিক্ষণের অন্তিম দিন। সেই উপলক্ষে গত সোমবার মুম্বাইয়ের ‘আরঙ্গাত্রম’ এর আয়োজন করেছিলেন তার হবু শাশুড়ি। শোনা গিয়েছে, আম্বানি দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে কোনও প্রকারের কমতি ছিল না। তাদের হবু পুত্রবধূ কেন্দ্রিক এই অনুষ্ঠানে বসেছিল বলিউডের জগতের চাঁদের হাট। অনুষ্ঠানের দর্শক আসনে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা থেকে শুরু করে একাধিক সিনেমার পরিচালক। আম্বানি পুত্রবধূ তথা এনকোর হেলথকেয়ারের কর্ণধার বীরেন মার্চেন্ট এবং শৈল মার্চেন্টের সন্তান রাধিকা অনুষ্ঠানে আগত অতিথিদের থেকে প্রচুর প্রসংশা পেয়েছেন। ইতিমধ্যেই অনন্ত এবং রাধিকার বাগদানের খবর সামনে এসেছে, কিন্তু কবে তাদের চার হাত এক হতে চলেছে তা জানার জন্য উদগ্রীব সকলেই।