সুদূর ফ্রান্স থেকে আসে নীতা অম্বানি জল! টাকার জোরে আজব শখ ধরে রেখেছেন মুকেশ পত্নী

মন্টি শীল, কলকাতা : ভারতবর্ষ, অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ গুলি মধ্যে একটি। আর এই গনতান্ত্রিক দেশের উন্নয়নের অন্যতম মুখ্য উপাদান হল দেশের শিল্প। যা বাস্তবায়িত করে থাকেন দেশের তাবড় তাবড় শিল্পপতিরা। যার মধ্যে একজন অন্যতম নাম হল বিশিষ্ট শিল্পপতির নাম হল মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সম্প্রতি এই শিল্পপতি সমগ্র দেশ তথা বিশ্ব জুড়ে এক অন্যতম স্থান অর্জন করে রেখেছে। যার অন্যতম কারণ হল রিলায়েন্স জিও (Reliance Jio)। মুকেশ আম্বানি এই জিও সংস্থার প্রতিষ্ঠা এবং কর্ণধার হিসেবে পরিচিত।
তবে শিল্পপতি হিসেবে যখন জগৎ জুড়ে মুকেশ আম্বানির (Mukesh Ambani) খ্যাতি ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় বিশ্বের অন্যতম ধনী পত্নী হিসেবে তালিকায় শীর্ষে উঠে এসেছেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)। এই মুহূর্তে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি রিলায়েন্স গ্রুপ-এর একজন অন্যতম পরিচালক হিসেবে পরিচিত। সূত্র অনুসারে, ১৯৮৫ সালে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন ভারত বর্ষের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তার স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)।
জানা গিয়েছে, এক গুজরাতি মধ্যবিত্ত পরিবারের জন্ম গ্রহণ করেন দেশের এই প্রথম সারির ধনী পত্নী। বর্তমানে তার পরিস্থিতি সচ্ছল হলেও একটা সময় দরিদ্রতার অন্ধকার দেখতে হয়েছে তাকে। এমনকি সংসারের খরচ ওঠানোর জন্য তাকে করতে হয়েছিল ৮০০ টাকা বেতনের চাকরি। তবে বর্তমানে নিতা আম্বানির বিলাসবহুল জীবন যাপন দেখার পর বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের উক্তি শোনা যায়। এমনকি সম্প্রতি নেট দুনিয়াতেও এই আম্বানি পরিবারের সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য উদ্ঘাটিত হয়েছে।
তবে শোনা যায়, দেশের এই প্রথম সারির ধনী পত্নীর সম্পত্তির পরিমাণ নাকি বিশালার। শুধু তাই নয়, ভিন্ন ভিন্ন রকমের চোখ ধাঁধানো সোনার গয়না, মূল্যবান হীরে রত্নে নিজেকে মুড়ে রেখেছেন নিতা আম্বানি। যার এক ছোট্ট নিদর্শন পাওয়া গিয়েছিল তার ছেলের বিয়েতে, শোনা গিয়েছে ওইদিন নিতা আম্বানির পড়নে যে শাড়িটা ছিল তার দাম ৪০ লক্ষ টাকা। এমনকি এও শোনা গিয়েছে, নিতা আম্বানি যে পানিয় জল পান করেন সেটিও নাকি সুদূর ফ্রান্স থেকে আসে। জানা গিয়েছে, স্বর্ণভস্ম মেশানো ওই বিশেষ জলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ লক্ষ টাকা। তবে এতো গেল পানিয় জলের বিষয় জানা গিয়েছে, নিতা আম্বানি নিজের ত্বকের সুস্বাস্থ্যের জন্য সোনার তৈরি কাপে চা পান করেন। যদিও এক সাক্ষাৎকারে নিতা আম্বানি নিজেই এই তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে।