দর্শকদের সামনে দুইরূপে ধরা দিচ্ছেন কোয়েল মল্লিক, একদিকে গোয়েন্দা অন্যদিকে দেবী দুর্গা
স্টার জলসায় এবার মহালয়ার দায়িত্ব পড়েছে সুরিন্দম ফিল্মসের হাতে। যেদিন থেকে এই ঘটনার ঘটেছে তবে থেকে দর্শকদের মনেও ঘুরপাক খায় এবার হয়তো ঘরের কাউকেই দুর্গার রূপে সাজাবে। তবে আজ রাখি পূর্ণিমার মতো শুভ তিথিতে সেই অবসানে সমাপ্তি হল।

শুভঙ্কর, কলকাতা: পুজোর ঘন্টা প্রায় বাজবে বাজবে করছে। প্রায় সব মণ্ডপেই খুঁটি পুজো হয়ে গেছে। শুধু খুঁটিপুজোই নয়, অনেক জায়গায় মণ্ডপের কাজও অর্ধেকাংশ হয়ে গেছে। তবে বাঙ্গালি পুজো আসার আগে মহালয়ার জন্য বেশ অধির আগ্রহে বসে থাকে। মহালয়ের দিন কেউ রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শোনেন আবার কেউ টেলিভিশনে মহালয়া দেখেন। প্রতিবছরই চ্যানেল কর্তৃপক্ষ কোনো না কোনো নায়িকাকে দেবী দুর্গার রূপে সকলের সামনে নিয়ে আসেন। তবে প্রমো রিলিজ হওয়ার আগেই দর্শকদের মধ্যে চলে জোর জল্পনা। তবে এবারে কোয়েল মল্লিককে নাকি দেখা যাবে দুর্গার রূপে। কিন্তু ঠিক কোন চ্যানেলে সেটা এতদিন স্পষ্ট ছিল না।। তবে এবার তার জোড়া লাভ। কারণ একদিকে হলে মুক্তি পাচ্ছে মিতিন মাসি। আর অন্যদিকে এবার দেবী দুর্গার রূপে সকলের সামনে আসা।
স্টার জলসায় এবার মহালয়ার দায়িত্ব পড়েছে সুরিন্দম ফিল্মসের হাতে। যেদিন থেকে এই ঘটনার ঘটেছে তবে থেকে দর্শকদের মনেও ঘুরপাক খায় এবার হয়তো ঘরের কাউকেই দুর্গার রূপে সাজাবে। তবে আজ রাখি পূর্ণিমার মতো শুভ তিথিতে সেই অবসানে সমাপ্তি হল। কোয়েল মল্লিক তার ইনস্টাতে একটি স্টোরি শেয়ার করেন। যেখানে লেখা ছিল পার্বতীর বলা কয়েকটি ডায়ালগ হাইলাইট করা। আর ক্যাপশনে লেখা ছিল ‘মহালয়া স্টার জলসা’। কোয়েলকে গত কয়েক বছর ধরে দেবী দুর্গার রূপে দেখা যায়নি। শেষ গত দু বছর আগে কালার্স বাংলা চ্যানেলে মহালয়া দিন তাকে দেবী দুর্গার রূপে দেখা যায়। সেবারও দায়িত্ব ছিল নিসপালের প্রযোজনা সংস্থার উপর। কোয়েলকে দেবী দুর্গার রূপে দর্শকেরা বেশ ভালোভাবে গ্রহণ করেন। তাই আশা করা যাচ্ছে এবারও তার ব্যতিক্রম কিছু হবে না।
স্টার জলসা ও জি বাংলার মধ্যে সব সময়ই একটা যুদ্ধ চলে। সব সময়ই কে কার থেকে এগিয়ে থাকবে তার জন্য সব রকম চেষ্টা করে দুই চ্যানেল কর্তৃপক্ষই। এবার মহালয়ার ক্ষেত্রও তার অন্যথা হলো না। এবারে জি বাংলায় দুর্গা রূপে দেখা যাবে সকলের প্রিয় মেয়ে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিককে। রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায় হবেন পার্বতী। নতুন নায়িকার দিব্যানি হবেন মহালক্ষী। এবার দেখার কোন চ্যানেলে দেবী দুর্গা রূপ কাকে বেশি মানাচ্ছে। যদিও কোয়েলকে দর্শকেরা দেবীর দুর্গা ছাড়াও এবারের পুজোয় মেয়ে গোয়েন্দা হিসেবে দেখতে পাবেন। মাসখানেক আগেই সারান্ডায় মিতিন মাসের শ্যুট শেষ হয়ে গেছে। সিনেমার শুট শেষ করার পরে অভিনেত্রী ক্যাপশনে লেখেন ‘শুটিং শেষ।’ এই গল্পটি বানানো হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা শয়তান গল্পের উপর ভিত্তি করে। অরিন্দম শীল ছবিটির পরিচালনা করছেন।