এক ঝাঁক বাঙ্গালিদের নিয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন হিন্দি সিরিয়াল ‘ঝনক’
ঝনকে’র নায়ক নায়িকা থেকে পার্শ্বচরিত্র সবাই সেজে ছিলেন বাঙালিয়ানায়। মেয়েদের পড়নে ছিল শাড়ি। আর পুরুষরা পাঞ্জাবি-পাজামা। তবে একটা জিনিস এ মিল ছিল সেটা হচ্ছে প্রত্যেকের পোশাকের রং ছিল হলুদ।

শুভঙ্কর, কলকাতা: এবার হিন্দি জগতে দেখা যাবে বাঙালি নায়ক- নায়িকাদের। বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল ‘কি করে বলবো তোমায়’। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেন কুশল আহুজা। এবার সেই করবে হিন্দি ধারাবাহিকে অভিনয়। শুধু সে নয় ঋষি কৌশিক, অঙ্কিতা চক্রবর্তী ভরতকল সহ অনেকেই হিন্দি ধারাবাহিক ‘ঝনক’কে অভিনয় করবেন। এই ভাবনা ভেবেছেন লীলা গঙ্গোপাধ্যায়। তিনি নিজেই এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন। ‘ঝনক’ ধারাবাহীকে কাজ করছেন লীলা ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার এই সিরিয়ালটি। ঝনক সিরিয়ালটি হবে দুটি পরিবারের গল্প। অনেকদিন ধরেই ঋষি কৌশিককে ছোট পর্দায় দেখা যাচ্ছিল না। তবে এবার হিন্দি ধারাবাহিকের হাত ধরেই তিনি ফিরে আসছেন। তিনি সব সময় একটু মাপঝোপ করে কাজ করতে ভালোবাসেন।
ঋষি কৌশিক যদিও এর আগে ‘ডক্টর উজান চট্টোপাধ্যায়’, ‘অর্চিষ্মান মুখোপাধ্যায়’, ‘এসিপি রণজয় চট্টোপাধ্যায়ে’র চরিত্রে অভিনয় করেছেন। দর্শকদের মনে তিনি ছোট পর্দায় রোমান্টিক হিরো হিসেবেই ধরা দিয়েছেন। তবে এবার নায়ক হিসেবে নয় খলনায়ক হিসেবে সবার সামনে আসবেন তিনি। তার চরিত্রের নাম হবে তেজশ কুমার। এক ঝাঁক বাঙালি তারকাকে সম্প্রতি খাঁটি বাঙালি সাজেই দেখা গেল। ‘ঝনকে’র নায়ক নায়িকা থেকে পার্শ্বচরিত্র সবাই সেজে ছিলেন বাঙালিয়ানায়। মেয়েদের পড়নে ছিল শাড়ি। আর পুরুষরা পাঞ্জাবি-পাজামা। তবে একটা জিনিস এ মিল ছিল সেটা হচ্ছে প্রত্যেকের পোশাকের রং ছিল হলুদ।
এই ধারাবাহিকের গল্প মূলত অনিরুদ্ধ, আরশি ও ঝনককে কেন্দ্র করেই করেই এগোবে। ধারাবাহিকের মূল পুরুষ চরিত্র অনিরুদ্ধ। প্রধান নারী চরিত্র ঝনক। অনিরুদ্ধ সঙ্গে আরশির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের ফেরে ঝনক ও অনিরূদ্ধের বিয়ে হয়। কিন্তু এই বিয়ে দুজনের কেউই মেনে নিতে পারে না। এরপর কি হবে? এই দুই চরিত্রের একে অপরের প্রতি মায়া কি জন্মাবে? আর কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে তাদের? এই সবকিছু জানার জন্য চোখ রাখতে হবে স্টার প্লাসে। সেখানেই অক্টোবর মাসে শুরু হতে চলেছে নতুন সিরিয়াল ‘ঝনক’।