ফের ভক্তদের চমকে দিলেন শ্রুতি! আবার কি করলেন ‘রাঙা বউ’

অভিনেত্রীর স্বভাবের মধ্যেই যেন রয়েছে বারবার সকলকে চমকে দেওয়া। নিজের বিয়ের খবরও কিছুদিন আগে এক রবিবারে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান তিনি। এবার মঞ্চে উঠে পাড়া-প্রতিবেশী ও ভক্তদের তাক লাগিয়ে দিলেন।

শুভঙ্কর, কলকাতা: পরনে লাল শাড়ি, গলায় সংবর্ধনা পাওয়া উত্তরীয়। গায়ে বিশেষ কোনও অলংকারও নেই। মাইকে ভেসে আসছে ‘মা গো আনন্দময়ী নিরানন্দ করো না’। গান গাইছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। ‌ তাঁর গানের প্রতি যে আগ্রহ তা অনেক ভক্তই জানেন। তবে তা বলে সরাসরি মঞ্চে! হ্যাঁ, শ্বশুর বাড়ির পাড়ার মঞ্চে উঠে গান গাইলেন সদ্য আইনি বিবাহ সারা ‘রাঙা বউ’। অভিনেত্রীর স্বভাবের মধ্যেই যেন রয়েছে বারবার সকলকে চমকে দেওয়া। নিজের বিয়ের খবরও কিছুদিন আগে এক রবিবারে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান তিনি। এবার মঞ্চে উঠে পাড়া-প্রতিবেশী ও ভক্তদের তাক লাগিয়ে দিলেন।

গত জুলাই মাসে আইনত বিবাহ সম্পন্ন করেন শ্রুতি ও স্বর্ণেন্দু। দুজনেই এখন ‘রাঙা বউ’ সিরিয়ালে কাজ করছেন। স্বর্ণেন্দু এই ধারাবাহিকের পরিচালক। তবে তাদের প্রেম এই সিরিয়াল থেকে নয়। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে কাজ করার সময় একে অপরের কাছে আসে এই জুটি। তারপরে এক রবিবারে বিশেষ কাউকে না জানিয়ে আইনি বিয়ে করে নেন তাঁরা। সেখানে সিঁদুর দানও হয়। পুরো খবরটাই চাপা থাকে। তবে রাতের বেলা অভিনেত্রী সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দিয়ে সে কথা জানান। তবে এখনও তারা সংসার পাতেননি। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি সামাজিক বিয়েটাও সাড়বেন। তারপরেই একসঙ্গে সংসার করবেন। এইবার শ্বশুরবাড়ির পাড়ার কালী পুজোতে নিজেদের জনপ্রিয় গুণী বৌমাকে সংবর্ধনা দেন পাড়ার বাসিন্দারা। সেই মঞ্চেই সংবর্ধনা নিয়ে গান করতে দেখা গেল শ্রুতিকে। তার গানের গলা সমর্থকদের বেশ ভালই লাগে। সোশ্যাল মিডিয়ায় তাঁর গান ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশংসা করেছেন শ্রুতির। এক ভক্ত সেই পোস্টের তলায় কমেন্ট করেছেন, “ অসাধারণ দিদি। আমি নিজে ক্লাসিকাল মিউজিক নিয়ে পড়াশোনা করছি কিন্তু তুমি আমাদেরকেও টেক্কা দিয়ে দেবে”। আর একজন ব্যবহারকারী লেখেন, “ কান ও মন দুটোই শান্তি পেল”। তৃতীয় আরেক ব্যক্তির কমেন্ট, “তুমি খুব গুণী মেয়ে ভালো থেকো”।

Shruti Das,Swarnendu samaddar,director,actress,Kali puja

শ্রুতির জীবনে এখন খুশির হাওয়া। অফ ক্যামেরায় যেমন দর্শকদের ভালবাসা পাচ্ছেন। তেমনভাবে তাঁর অভিনীত ধারাবাহিক সিরিয়ালও বেশ ভালো পারফর্ম করে চলেছে। টিআরপির তালিকায় প্রথম দশের মধ্যেই থাকে ‘রাঙা বউ’।




Leave a Reply

Back to top button