মায়ের দায়িত্ব পালনের সঙ্গেই, এবার ছোটপর্দায় ফিরছেন মধুবনী
তখন তিনি একজন অভিনেত্রী থেকে মা হয়ে উঠেছেন। তাই এই মা হওয়ার অনুভূতিকেই বেশি গুরুত্ব দিলেন

কথায় আছে মেয়ে মানেই দশভূজা। এমন কি তারা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। এছাড়াও তারা চাইলেই নিজেদের সব সৌখিনতাকে এক নিমিষেই বিসর্জন দিতে পারে। সেই মেয়েরা হতে পারে অভিনেত্রী বা সাধারণ মহিলা। এমনই এক অভিনেতার কথা এখানে উঠে আসবে যিনি নিজের ছেলের জন্য চার বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছিলেন। সেই অভিনেত্রী হলেন মধুবনী গোস্বামী। তিনি একসময় খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন ভালোবাসা ডট কম সিরিয়ালের ‘তোড়া’ হিসেবে অভিনয় করার পর। এই সিরিয়ালে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন রাজা গোস্বামী। এই সিরিয়ালে একসাথে কাজ করতে করতেই তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। অন স্কিন প্রেমের কাহিনী গড়ায় বাস্তব জীবনেও। অবশেষে তারা চার হাত এক করেন ২০১৬ সালে। কিন্তু বিয়ের পরেও তিনি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেন। এরমধ্যে উল্লেখযোগ্য ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’।
বিয়ের পাঁচ বছর পর রাজা ও মধুবনুর জীবনে আসে খুশির মুহূর্ত। ২০২১ সালের এপ্রিল মাসে জন্ম হয় ছোট্ট কেশবের। আরে কেশব এর জন্যই তিনি অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন। কারণ তিনি চেয়েছিলেন পুরো সময়টাই তার ছেলেকে দিতে। এছাড়াও তখন তিনি একজন অভিনেত্রী থেকে মা হয়ে উঠেছেন। তাই এই মা হওয়ার অনুভূতিকেই বেশি গুরুত্ব দিলেন। এখন তিনি সারাদিনই ব্যস্ত ছেলে ও পরিবারকে নিয়ে। অভিনয় জগতে তিনি যেমন অভিনয় সময় কোন খামতি রাখতে চাননি, ঠিক তেমনি মায়ের দায়িত্বেও কোনখামতি রাখতে চাননি তিনি। অবশেষে তিনি মায়ের দায়িত্বেও সফল হয়েছেন। ছেলের বয়স এখন প্রায় আড়াই বছর। তাই এখন মায়ের দায়িত্বে থেকে অবসর নিয়ে ফিরছেন আবারও সেই অভিনয় জগতে। তিনি এবার অভিনয় জগতে ফিরছেন সান বাংলার আসন্ন সিরিয়াল ‘শ্যামা’র হাত ধরে। এত বছর অভিনয় জগত থেকে দূরে থাকার জন্য তার মনে কোন দুঃখ নেই। কারণ তিনি অভিনেত্রী পাশাপাশি একজন মা। কিন্তু অভিনয় জগতে ফিরে আসার জন্য মধুবনী শ্যামা চরিত্র কে কেন বাঁচলেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এর উত্তরের বলেন, “ সত্যি কথা বলতে গেলে আমার এখনো অভিনয় জগতে ফিরে আসার সময় বা পরিস্থিতি কোনটাই নেই। কারন আমার ছেলের বয়স দু বছর চার মাস। সে এখনও খুব ছোট। এখন যদি আমি মুখ্য চরিত্রে অভিনয় করি তাহলে আমাকে মাসে ২০ থেকে ২৫ দিন শুটিং ফ্লোরে সময় দিতে হবে। যেটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যদি আমি শ্যামা চরিত্রে অভিনয় করি তাহলে আমাকে শুটিং ফ্লোরে মাসে মাত্র ১০ থেকে ১৫ দিন সময় দিতে হবে। আর সে কারণেই আমি রাজি হয়েছি।
আসন্ন শ্যামা সিরিয়ালে মা তারা রূপে দেখা যাবে মধুবনীকে। এখানে কাজ করলে শুটিংয়ে যেমন সময় দিতে পারবে তেমনি সময় দিতে পারবে নিজের ছেলেকেও। তাই এই কাজে যখন অফার আসে তখন আর অফারটিকে এসে ফিরিয়ে দেয় নি। যদিও শুধু শ্যামা চরিত্র জন্য নয়, তার আগেও অনেক অফার এসেছে তার জন্য। এমনকি একটা লিড চরিত্রের জন্য অফার এসেছিল তার কাছে। কিন্তু ছেলের কথা ভেবে নির্দ্বিদায় সে অফার সে ফিরিয়ে দেয়। ছেলে এখন তার জীবনের সব। সে একটু বড় হলে তারপর পুরোপুরি অভিনয় জগতে ঢোকা যাবে। শ্যামা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন হানি বাফনা এবং টুম্পা। এই মেঘা ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে পরের মাস থেকেই। মধুবনিকে দেখা যাবে হাতে খড়গ, গলায় মুন্ডের ও জবার মালা, গা ভর্তি সোনার গয়না, আলতা রাঙা হাত, মুখের স্নিগ্ধ হাসি আবার কখনও রণচণ্ডী রূপে।