স্বামী চরিত্রে পুরুষ নয়, নারীতেই স্বচ্ছন্দ বোধ মাধুরীর! পর্দার সামনে এ কি বললেন অভিনেত্রী?

বলিউডের কিছু বিশ্বসুন্দরীদের মধ্যে পরিচিত একটি মুখ হল মাধুরী দীক্ষিত(Madhuri Dixit)। বিয়ের পর থেকে বড় পর্দায় তাঁকে বিশেষ দেখা যায় না এ কথা যেমন ঠিক, তেমনই সংসার সামলে মাঝে মধ্যেই ক্যারিয়ারের দিকে ঝুঁকেছেন তিনি। বয়স বাড়লেও কমেনি তাঁর রূপের ঝলক। সৌন্দর্যের দিক থেকে যে কোনও বলি অভিনেত্রীদের(Madhuri Dixit) টক্কর দিয়ে দেবেন অভিনেত্রী। তবে আগের থেকে কমে গিয়েছে তাঁর বড় পর্দায় আগমন। সংসারেই নাকি মন দিয়েছেন তিনি।
সম্প্রতি জানা গিয়েছে, সংসারের পাশাপাশি আবার ক্যারিয়ারের দিকে ঝুঁকবেন মাধুরী। নতুন এক চরিত্রে দেখা যাবে তাঁকে। চিরকালই পর্দায় নিজের সঙ্গে মানান সই চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী। কিন্তু এবার পরিবর্তনের পালা। এক অন্য রকম চরিত্রে দর্শকদের সামনে ধরা দেবেন মাধুরী। গতানুগতিক চরিত্র নয়, অন্য রকম ভাবে দেখা যাবে অভিনেত্রীকে। পর্দায় তিনি এবার প্রেম করবেন একজন মেয়ের সঙ্গে। সম্প্রতি সামনে এসেছে মাধুরীর নতুন সিনেমার লুক।
আনন্দ তিওয়ারী পরিচালিত একটি ছবিতে সমকামি নারীর(Lesbian) চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। বলিউড নয় তাঁকে দেখা যাবে মারাঠি ভাষার সিনেমায়। ইতিমধ্যে ছবির নামটিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ‘মাজা মা’ নামের এই চরিত্রে সমকামি নারীর চরিত্রে অভিনয় করবেন বলিউডের চন্দ্রমুখী। অবশ্য প্রথম দিকে এই ছবিতে অভিনয় করতে রাজি ছিলেন না মাধুরী। তাঁর চাহিদা মতো ছবির প্লটে পরিবর্তন আনা হলে, তিনি কাজ করতে রাজি হন। তবে সিনেমার পটভূমি নিয়ে কোনও রকম উক্তি কাটেননি অভিনেত্রী। গোপন সূত্রে জানা গিয়েছে, পারিবারিক মহলেই এই সিনেমা হবে। মাধুরী ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে, গজরাজ রাও-সহ বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, মলহার ঠাকুর, রজিত কাপুর, সিমোন সিং এবং বাঙালি অভিনেতা ঋত্বিক ভৌমিককে।
বর্তমান সময়ে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের চল। সেই কারণেই সিনেমা হলের পরিবর্তে অ্যামাজন প্রাইমে প্রকাশ করা হবে এই সিনেমা। ছবির গোটা বিষয়বস্তু কমেডির মোড়কেই থাকবে। যেখানে মাধুরী থাকবেন সমকামি চরিত্রে। তাঁকে কেন্দ্র করেই শুরু হবে সকল সমস্যার সূত্রপাত।