সোশ্যাল মিডিয়ায় শুরু জোরদার ‘দূর্গা টক্কর’! এবারের মহালয়ায় পাল্লা ভারী কার?

মহালয়ার ভোরে কে এগিয়ে? সোশ্যালে তর্ক জুড়লেন দর্শক

পূর্বাশা, হুগলি: রেডিওর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার পাশাপাশি টিভি পর্দার মহালয়া বেশ জনপ্রিয় হচ্ছে দিনকে দিন। ‘এবছর কে দুগ্গা হচ্ছে’ তা দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন দর্শকেরা। আর এখানেই টিআরপি স্ট্রাটেজি ফলায় চ্যানেল কর্তৃপক্ষ। ধারাবাহিকের জনপ্রিয় মুখদের ‘দূর্গা’ রূপে দেখা যায়। এবছর সেই পথেই হাঁটল জি বাংলা। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক হচ্ছেন মহালয়ার দূর্গা। অন্যদিকে স্টার জলসার দূর্গা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

Television,Channels,Zee bangla,Star jalsha,Mahalaya program,Kolel mallik Ankita mallik

ইতিমধ্যে দুই চ্যানেলের মহালয়ার প্রোমো প্রকাশ্যে এসেছে। আর তারপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জোর তরজা। স্টার জলসার ‘দূর্গা’ রূপী কোয়েলের পাশে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা কে যে মানাচ্ছে না, তা নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। দর্শকদের মত, অভিনেত্রী অঙ্কিতা যতই নাম করুক না কেন, দূর্গার বেশে তাঁকে মানাচ্ছে না। আর তাই দুই পক্ষে ভাগ হয়ে চলছে মতামত প্রকাশের লড়াই।

Television,Channels,Zee bangla,Star jalsha,Mahalaya program,Kolel mallik Ankita mallik

প্রসঙ্গত, জি বাংলার মহালয়ায় কেবল অঙ্কিতা নন,
থাকছেন শ্রুতি দাস, দীতিপ্রিয়া রায়, ফুলকি,-সহ আরও জনপ্রিয় মুখ অভিনেতা, অভিনেত্রীরা। এবারের মহালয়া নিয়ে বেশ আশাবাদী দুই চ্যানেল। তবে স্ক্রিন পেরিয়ে ‘দুগ্গা লড়াই’ সোশ্যালে আসায় কিছুটা চিন্তার ভাঁজ যে পড়েছে, তা ধারণা করা যায়।




Leave a Reply

Back to top button