এবছর জি বাংলার মহালয়ায় একঝাঁক চমক! ‘নবপত্রিকায়’ দেবী রূপে ধরা দেবেন জনপ্রিয় অভিনেত্রীরা…
এবছর জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম 'নবপত্রিকা'! দূর্গা থেকে মহিষাসুর, কে কোন ভূমিকায়?

পূর্বাশা, হুগলি: রেডিওর পাশাপাশি টেলিভিশনের মহালয়া দেখার চল ক্রমশ বাড়ছে। প্রতি বছর প্রতিটি চ্যানেলের তরফে সম্প্রচার করা হয় মহালয়ার অনুষ্ঠান। টিভির মহালয়ার দুগ্গা হলেন কে, তা নিয়ে দর্শক উদ্দীপনা থাকে তুঙ্গে। অন্যান্য বছরের মতো এবছরেও জি বাংলা, স্টার জলসা-সহ বেশ কিছু চ্যানেলের পক্ষ থেকে মহালয়া অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সেখানে নানান দেবদেবীর ভূমিকায় নজর কাড়তে চলেছেন টিভি পর্দার অভিনেতা ও অভিনেত্রীরা।
এবছর জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘নবপত্রিকা’। এখানে দূর্গার ভূমিকায় অভিনয় করবেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা পাল। অন্যান্য দেবীদের ভূমিকায় থাকবেন ‘গৌরি এল’ ধারাবাহিকের মোহনা মাইতি, ‘রাঙা বউ’ ধারাবাহিকের শ্রুতি দাস, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পল্লবী শর্মা, ‘খেলনাবাড়ি’ ধারাবাহিকের মিতুল মাইতি।
এছাড়াও দেখা যাবে, অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য,
মানালি দে, শ্রাবণী ভুঁইয় ও রানি রাসমণি দিতিপ্রিয়া রায়কে। মহালয়ার অনুষ্ঠানে ভগবান শিবের ভূমিকায় থাকবেন অভিষেক বসু। আর মহিষাসুর-এর ভূমিকায় দেখা যাবে ডান্স বাংলা ডান্স খ্যাত অর্ণবকে। সবমিলিয়ে বলা যায় জি বাংলার ‘নবপত্রিকা’ জমজমাট। অন্যদিকে স্টার জলসার মহালয়ায় দূর্গার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।