মানসীর ‘হট’ ড্রেসে ভাগ নেট দুনিয়া, জল্পনা চলছে ‘নিম ফুলের মধু’ ছাড়তে চলেছেন তিনি

শুভঙ্কর, কলকাতা: বাংলা সিরিয়ালে অন্যতম জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু। এই সিরিয়ালে প্রতিনিয়তই কিছু না কিছু ধামাকা প্রতি পর্বে হচ্ছে। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছে পর্ণা। আর পর্নার বিপরীতে রয়েছে শত্রু হিসেবে তার বড় জা মৌমিতা ওরফে মানসী। তবে এবার মানসীর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে মানসী একটা সাদা শার্ট পড়েছে। সেই শার্টটা কাঁধ থেকে খোলা রয়েছে। শার্ট এর উপরের বোতামগুলো খোলা রয়েছে, সেখান থেকেই উঁকি দিচ্ছে কালো অন্তর্বাস। মানসীর এই হট ছবি নেটিজেনদের একদিকে যেমন আকৃষ্ট করেছে। তেমনি অন্যদিকে কিছু নেটনাগরিক কটাক্ষ ছুড়ে দিয়েছে।

অনেক নেটিজেনদের বক্তব্য ‘নিম ফুলের মধু’র বড় বউ এবার কি নিম ফুলের মধু ছেড়ে দিচ্ছে? কারণ বাড়ির বড় বউয়ের এমন ছবি শোভা পায় না। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একজন লেখেন, “বাড়ির বড় বউ হয়ে এমন ছবি প্রকাশে আনতে তার লজ্জা করল না।” আবার অনেকের রটিয়েছে তিনি নাকি সিরিয়াল থেকে বাদ পড়েছে। যদিও তিনি সিরিয়ালে বড় বউ কিন্তু বাস্তব জীবনে তিনি একটা অন্য রকমের মানুষ। মানসি এই প্রথমবারই কোন হট ছবি ছাড়েনি, এর আগেও এমন ছবি তিনি অনেক বার ছেড়েছেন। এই সিরিয়ালেই তিনি জনপ্রিয়তা পাননি, জনপ্রিয়তা পেয়েছেন ‘কি করে বলবো তোমায় সিরিয়ালে’র পায়েলের চরিত্রে অভিনয় করে। বর্তমানে তিনি যে সিরিয়ালে অভিনয় করছেন সেখানে দেখা যাচ্ছে মানসী সবসময় কিছু অজুহাত খুঁজে, পর্ণাকে বিপদে ফেলার জন্য।

মানসী কেবল শুধু বাংলা সিরিয়ালই নয় করেছেন হিন্দি সিরিয়ালও। তবে আপাতত তিনি বাংলা সিরিয়ালেই মন দিয়েছেন। তবে টলি পাড়ার অন্দরে ঘুরপাক খাচ্ছে মানসী নাকি নিম ফুলের মধু সিরিয়ালটি ছাড়তে চলেছে। আবারো হয়তো মুম্বাইবাসী হতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী মাসেই হয়তো মুম্বাই যেতে পারেন। এবার হিন্দি ধারাবাহিক ঋক বসু পরিচালিত বালাজিতে অভিনয় করবেন। এর আগেও তিনি হিন্দি ধারাবাহিক ‘মোসে ছল কিয়া যায়ে’ তে অভিনয় করেন। তবে তিনি বর্তমান সিরিয়াল ছাড়ছেন কিনা তা ক্রমশ প্রকাশ্য।




Leave a Reply

Back to top button