‘হ্যাপি সেকেন্ড ইনিংস মা!’ মায়ের ‘দ্বিতীয়’ বিয়ে দিয়ে চর্চার শিখরে অভিনেতা!
"মায়ের জন্য কাউকে দরকার..." দ্বিতীয় বিয়ের আয়োজন করলেন মারাঠা অভিনেতা চন্দ্রশেখর

পূর্বাশা, হুগলি: এক অভিনব উদ্যোগ নিয়ে সোশ্যালে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন মারাঠা অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া সাইটে অভিনেতা জানিয়েছেন, তিনি তাঁর মায়ের দ্বিতীয় বিয়ের উদ্যোগ নিয়েছেন। মাকে ভালোবেসে একগুচ্ছ শব্দ লিখে আগামী দিনের জন্য শুভেচ্ছা রেখেছেন তিনি। অনেকে বিষয়টি নিয়ে কথা তুললেও সমাজ মাধ্যমে অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
অভিনেতা তাঁর মায়ের দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, “হ্যাপি সেকেন্ড ইনিংস মা, আমার কখনও মনে হয়নি তামারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সেকথা টের পাইনি। তোমরাও নিজের একটা জগত থাকা উচিত। আর কতদিন একা থাকবে তুমি!” এরপরই ফের অভিনেতা লিখেছেন, “তুমি আমার বিয়ে দিয়েছিলে বিশাল আয়োজন করে, এবার আমার পালা তোমার জন্য একই জিনিস করার।” সবশেষে মা কে ‘আই লাভ ইউ’ বলে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মারাঠা অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখরের নিজের মায়ের প্রতি এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। তিনি যে তাঁর মা কে খুব ভালোবাসেন তা অভিনেতার আচরণ দেখেই বোঝা যায়, এমনটা উল্লেখ করেছেন দর্শকেরা।