আসছে ‘মিলি’, কার কপাল পুড়ল তাহলে জেনে নিন
এবার এই মিলি সিরিয়ালটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্টার জলসায় আলতা ফড়িং- এর অভিনেত্রী খেয়ালি মন্ডলকে। খেয়ালির সাথে জুটি বেঁধেছে অনুভব কাঞ্জিলাল। শুধু এদের দুজনকেই নয় দেখা যাবে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকেও।

শুভঙ্কর, কলকাতা: বাংলা ধারাবাহিক সিরিয়ালগুলোর দিকে নজর দিলেই দেখা যাবে একটা শেষ হতে না হতেই আর একটা নতুন শুরু। যে দুটো প্রধান চ্যানেল রয়েছে তারা সহ বাকিরাও এইরকমই করছে এখন। কোনো সিরিয়াল টিআরপি দিতে না পারলেই, বন্ধ করে দেওয়া হচ্ছে। তার জায়গায় আসছে নতুন। জি বাংলায় এমন নতুন সিরিয়াল ‘মিলি’র প্রমো লঞ্চ করা হয়েছে। হয়তো এই বন্ধের পেছনে চ্যানেল কর্তৃপক্ষ বা নির্মাতারা কিছু অংশে দায়ী। কারণ স্বরূপ বলা যেতে পারে টিআরপি না হওয়া বা গল্পে চমক না থাকা। আপাতত প্রোমো দেখে বেশ উচ্ছ্বসিত দর্শক। কিন্তু চ্যানেলে কোনো নতুন সিরিয়াল আসা মানেই পুরনো কোনও সিরিয়ালের কপাল পোড়া। কারণ স্লট খালি না হলে কোনো নতুন সিরিয়াল জায়গা পায় না।
এবার এই মিলি সিরিয়ালটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্টার জলসায় আলতা ফড়িং- এর অভিনেত্রী খেয়ালি মন্ডলকে। খেয়ালির সাথে জুটি বেঁধেছে অনুভব কাঞ্জিলাল। শুধু এদের দুজনকেই নয় দেখা যাবে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকেও। তবে প্রমো দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে। অর্থাৎ সবার মনে একটা রহস্য উন্মোচন করিয়ে রেখেছে। তবে সিরিয়াল শুরু হওয়ার পরেই এই রহস্যের উদঘাটন হবে। যদিও প্রোমো মুক্তি পেলেও মুক্তি পায়নি তার সম্প্রচারের দিনক্ষণ ও সময়। তাই দিনক্ষণ ও সময় প্রকাশিত না হওয়ায় দর্শকেদের মনে উদ্বেগ তৈরি হয়েছে যে কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে। তবে দর্শকেরা টিআরপির বিচার করে বোঝার চেষ্টা করছে কোন সিরিয়ালের টিআরপি কম। কারণ যে সিরিয়ালের টিআরপি ভালো সেই সিরিয়াল বন্ধ না হওয়ারই সম্ভাবনা বেশি।
তবে যে সিরিয়ালগুলি টিআরপি ভালো নেই আশা করা যাচ্ছে তাদের মধ্যে থেকে কেউ হয়তো বাদ পড়তে পারে। সে হতে পারে নতুন সিরিয়াল বা পুরনো সিরিয়াল। আজ থেকে ছয় মাস আগে শুরু হয়েছিল জি বাংলায় মুকুট সিরিয়ালটি। শ্রাবণী ভূঁইয়া অভিনীত এই সিরিয়ালটির দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল। যদিও দর্শকদের মনে জায়গা করলেও টিআরপিতে জায়গা করতে পারেনি এই সিরিয়ালটি। তাই আপাতত বন্ধ হতে চলেছে মুকুট সিরিয়ালটি।