প্রথম সিনেমার আসার আগেই বিয়ে করতে যান ‘মিঠাই’, কেমন পাত্র দরকার তার জেনে নিন
তিনি এখন বিয়ের জন্য খুঁজছেন পাত্র। কিন্তু কেমন হবে তার পাত্র। কি জানতে ইচ্ছা করছে তো আপনাদেরও। তিনিও জানিয়ে দিয়েছেন কেমন পাত্র তিনি পছন্দ করেন। তিনি ডাক্তার ছেলেকেই বিয়ে করতে চান। তবে এখনও পর্যন্ত তিনি সিঙ্গেল রয়েছেন।

শুভঙ্কর, কলকাতা: সব মানুষেরই একটা নিজস্ব জীবন আছে। সে হতে পারে সাধারণ মানুষ বা অভিনেত্রী। ছোট পর্দার দর্শকের কাছে জনপ্রিয় ‘মিঠায়’ এখন খুঁজছেন বিয়ের জন্য পাত্র। যদিও জি বাংলার এই সিরিয়ালের হাত ধরেই সৌমিতৃষা ওরফে মিঠাইয়ের বাংলার ঘরে ঘরে প্রবেশ । যদিও এর আগেও অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু তিনি এই সিরিয়ালেই তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছে। যদিও এখন শেষ হয়েছে জি বাংলায় ‘মিঠাই’ সিরিয়ালটি। কিন্তু তাও সোশ্যাল মিডিয়ায় তাঁর অগণিত ভক্তরা ঘুরে বেড়াচ্ছে। মিঠাইয়ের সঙ্গে অনবদ্য জুটি গড়েছিল সিড ওরফে আদৃত রায়। তাদের এই জুটি বেশ হিট হয়েছিল। এমনকি গুঞ্জনও ছড়িয়েছিল অনস্ক্রিন প্রেম বাস্তব জীবনেও ছড়িয়েছে।
কিন্তু সেই গুজব সম্পূর্ণ মিথ্যা। তবে তিনি এখন বিয়ের জন্য খুঁজছেন পাত্র। কিন্তু কেমন হবে তার পাত্র। কি জানতে ইচ্ছা করছে তো আপনাদেরও। তিনিও জানিয়ে দিয়েছেন কেমন পাত্র তিনি পছন্দ করেন। তিনি ডাক্তার ছেলেকেই বিয়ে করতে চান। তবে এখনও পর্যন্ত তিনি সিঙ্গেল রয়েছেন। শুধু ডাক্তার হলেই হবে না সেই ছেলেকে হতে হবে কেয়ারিং এবং বউকে রান্না করেও খাওয়াতে হবে। এখনও পর্যন্ত সব অভিনেত্রীরা এই পেশাই যুক্ত কোন অভিনেতাকে বা ব্যবসায়ী ঘরের ছেলেকে বিয়ের জন্য বেছে নেয়। কিন্তু সমিতির স্যার হঠাৎই ডাক্তার ছেলে পছন্দ কেন। এর পিছনেও রয়েছে রহস্য।
রহস্য ঠিক বলা চলে না। এর পিছনে রয়েছে একটা কারণ। সে কারণটা বলতে গিয়ে অভিনেত্রী একটি সিক্রেট ফাঁস করেন। একবার শুটিংয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তো সেই সময় ডাকা হয়েছিল এক ডাক্তারকে। সেই সময় তিনি ভেবেছিলেন হয়তো কোন হ্যান্ডসাম ডাক্তার তাকে দেখতে আসবে। কিন্তু এসেছিল কাকু ডাক্তার। আর সেই সময় থেকেই তিনি মনে মনে ভাবতেন তিনি হ্যান্ডসাম ডাক্তারকেই বিয়ে করবেন।