এবার গান লেখায় হাত লাগালেন প্রধানমন্ত্রী, গান গুলোর নাম জানেন?

শনিবার অর্থাৎ মহালয়ার দিনই, মুক্তি পায় তাঁর একটি গান। এমনকি তার পরের দিনও মুক্তি পায় আরও একটি গান।

শুভঙ্কর, কলকাতা: দিদি-মোদি যুদ্ধ নিয়ে উত্তাল বঙ্গ ও জাতীয় স্তরের রাজনীতি। প্রকল্প ঘিরে হোক কি বিল ঘরে, প্রায় সব বিষয়েই লেগে থাকে তৃণমূল-বিজেপি যুদ্ধ। তাঁরা একে অপরকে টক্কর দিতে প্রস্তুত থাকে। এবারেও কি ঘটলো একই বিষয়? পরপর দুদিনে মুক্তি পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গান। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ মহালয়ার দিনই, মুক্তি পায় তাঁর একটি গান। এমনকি তার পরের দিনও মুক্তি পায় আরও একটি গান।

মহালয়ার দিন যে প্রথম গানটি দেশবাসীকে উপহার দেন প্রধানমন্ত্রী, তার নাম ‘গরবো’। এই গানটি মুক্তি পেয়েছিল জাস্ট মিউজিকের ব্যানারে। সুর দিয়েছিলেন তনিস্ক বাগচী এবং গেয়েছিলেন ধ্বনি ভানুশালী। ইউটিউবে ছাড়ার ঘন্টা ছয়ের মধ্যেই অর্জন করে ১০ লক্ষের বেশি ভিউ। ঠিক তার পরের দিনই, তাঁর লেখা আরো একটি গান মুক্তি পায়। নাম ‘মাদি’। এই ৪ মিনিট ৪০ সেকেন্ডের গানটি গুজরাটি ভাষায় লেখা, যেখানে দেখা যাচ্ছে মানুষজন গরবা অনুষ্ঠানে যোগ দিয়ে ডান্ডিয়া খেলছেন।

TMC,BJP,Mamata Banerjee,PM Modi

দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর এই গান লেখা মন ছুঁয়েছে তাঁর ভক্তদের। কিন্তু এর থেকে উঠে আসছে প্রশ্ন। তিনি কি এবার দিদিকে, অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টক্কর দিচ্ছেন? তার কার তৃণমূল সুপ্রিমও মমতা বন্দ্যোপাধ্যায়কে সংগীত, সাহিত্য, কবিতার সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। কিন্তু এবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই একটি কীর্তি দেখালেন। তখনই উঠে আসছে এই প্রশ্ন। তাহলে এবার কি রাজনীতির ময়দানের খেলা সংস্কৃতির ময়দানেও এসে গেল? বলে রাখা ভালো, বাংলার একাধিক পূজো ভার্চুয়ালি উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সুরুচি সংঘের থিম সং-ও ভার্চুয়ালি প্রকাশ করে ফেলেছেন তিনি। এই থিম সং-এর গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী নিজেই।




Leave a Reply

Back to top button