নতুন জীবনে পা দিতেই বিতর্ক! মানুষের ভাবাবেগে আঘাত এনে জুতো পরেই মন্দিরে ঢুকলেন নয়নতারা

নতুন জীবনে পা রেখেছেন নয়নতারা-বিঘ্নেশ। সেরে ফেলেছেন বিয়ে। সংসারে বাঁধনে বাঁধা পড়েছেন উভয়ে। কিন্তু সিনেমার মতো নতুন জীবনে পা দিতেই বিপদে মেঘ ঘনিয়ে এলো তাঁদের জীবনে। বিয়ে সেরে অভিনেত্রী ও পরিচালক বিশেষ রীতি পালন করতে গিয়েছিলেন তিরুমালা মন্দিরে। আর সেখানেই হয়েছে গন্ডগোল। জুতো পরেই মন্দির চত্বরে প্রবেশ করে বিতর্কের মুখে নবদম্পতি।

গত বৃহস্পতিবার তামিলনাডুর এক পাঁচ তারা হোটেলে বসেছিল নয়নতারা ও বিঘ্নেশ বিয়ের আসর। শুক্রবার বেঙ্কটেশ্বরের কল‍্যাণোসত্বম রীতি পালন করতে তিরুমালা মন্দিরে এসেছিলেন দুজনে। এদিন মূল মন্দির সংলগ্ন মাদা স্ট্রিটে জুতো পরে হাঁটতে দেখা গিয়েছে নয়নতারাকে। আর তারপর থেকেই বিতর্কের সুত্রপাত। দিব্যি জুতো পরে হেঁটে গটগটিয়ে পাপারাৎজির সামনে পোজ দিতে দেখা যায় নয়নতারাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে ভক্তগণ। অভিযোগ, মানুষের ভাবাবেগে আঘাত এনেছেন অভিনেত্রী। 

তবে শুধুই ভক্তদের ক্ষোভ নয়, এই ঘটনায় দক্ষিণের রাজনৈতিক উত্তাপও বেড়েছে বেশ। রাজনৈতিকমহলের তরফে আপত্তি জানিয়ে বলা হয়েছে, মন্দির কমিটির সত্বর এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। উল্লেখ্য, মূল মন্দির সংলগ্ন মাদা স্ট্রিটে জুতো পরে হাঁটায় নিষেধাজ্ঞা রয়েছে। এই বিষয়ে বিভিন্ন ভাষায় একাধিক সাইনবোর্ড লাগানো রয়েছে মন্দিরের বিভিন্ন জায়গায়। পাশাপাশি, মন্দিরের দর্শনার্থীদেরও বারংবার এই নিয়মাবলী মেনে চলার অনুরোধ করা হয়ে থাকে। 

tirumala

এত কড়া নিয়মাবলী থাকা সত্ত্বেও, কীভাবে মন্দির সংলগ্ন এলাকায় জুতো পরে প্রবেশ করলেন তিনি, উঠছে প্রশ্ন। শুধুই কি সেলিব্রিটি বলে যা  খুশি তাই করবেন তিনি? অভিযোগ ভক্তগণদের। মন্দিরে জুতো পরে হেঁটে ও ছবি তুলে তিনি মানুষের ভাবাবেগে আঘাত এনেছেন, এই মর্মে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে তিরুমালা মন্দির তরফে। শোনা যাচ্ছে নয়নতারা সিদ্ধান্ত নিয়েছেন,  তিনি সর্বসম্মুখে নিজের দোষ স্বীকার করবেন। 

৯ই জুন বিয়ের পিঁড়িতে বসেন নয়নতারা ও বিঘ্নেশ। এরপর নিজেদের বিয়ে উপলক্ষে তামিলনাডু জুড়ে ১৮ হাজার অনাথ শিশু সহ এক লক্ষ গরিব মানুষকে খাবার খাওয়ান তাঁরা। পাশাপাশি বিভিন্ন বৃদ্ধাশ্রমেও নাকি খাবার পাঠিয়েছেন এই নবদম্পতি। তবে এই বিশেষ কাজটা সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি তাঁরা।




Leave a Reply

Back to top button