‘নিম ফুলের মধু’-তে এবার প্রকাশ্যে পর্ণা-ঈশা দ্বন্দ্ব! কোন দিকে গড়াবে ধারাবাহিকের গল্প?

বড়দের বারণ মানতে নারাজ ঈশা! ক্রুদ্ধ পর্ণা এবার করবে কী?

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। গল্পে গৃহবধূ পর্ণা রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী। দু হাতে সংসারকে সাজিয়ে রাখে সে। কিন্তু এবার পর্ণার সংসারে এল নতুন বিপদ। ঝড়বৃষ্টির রাতে ঈশাকে বাড়িতে থাকতে দিয়ে নতুন করে বিপদ ডেকে আনল পর্ণা। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে এবার প্রকাশ্যে এল পর্ণা-ঈশা দ্বন্দ্ব।

Zee bangla,Bengali Serial,Neem phuooler modhu,Serial update

সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যায়, ক্রমশ সৃজনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে ঈশা। পর্ণার বারণ সত্ত্বেও বারংবার জেদ করছে সে। পর্ণা তাঁকে পোশাক বদলে আসতে বললে মুখের ওপর তর্ক শুরু করে ঈশা। পাল্টা কথায় বলে, “তুই কি ভয় পাচ্ছিস যে তোর বর আমার প্রেমে পড়ে যেতে পারে”! ঈশার কথা শুনে রেগে যায় পর্ণা। সে বলে তোকে থাকতে দিয়েই ভুল করেছি আমি! তুই জানিস না রেগে গেলে আমি কী করতে পারি!

Zee bangla,Bengali Serial,Neem phuooler modhu,Serial update

তা সত্ত্বেও ফের তর্ক করতে থাকে ঈশা। মুখের উপর বলে সে পোশাকও বদলাবে না। আর তাঁর সৃজনের সঙ্গে দরকার আছে তাই সে ঘরেও যাবে না। ক্রমাগত ঈশার এই ধরণের কথা শুনে পর্ণা বলে, “আজ তোর এমন অবস্থা করবো যে সারা জীবন মনে রাখবি তুই”! এরপর কী হবে তা জানতে নজর রাখতে হবে জি বাংলার পর্দায়।




Leave a Reply

Back to top button