মিডি বডিকন ড্রেসে এবার ঝুমা বৌদি, ঝড় তুললেন দেওরদের মনে
এবার তিনি পড়েছেন কালো রঙের মিডি বডিকন ড্রেস। কালো ড্রেসের উপর সাদা রঙের ডিজাইন রয়েছে। এই ড্রেসের সাথে মানিয়ে হালকা মেকআপ করেছেন তিনি।

শুভঙ্কর , কলকাতা: বেশ কিছু অভিনেত্রী আছেন যারা ইন্ডাস্ট্রি জগতের মধ্যে থেকেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য মাঝেমধ্যেই আগুন জ্বালান। তাদের মধ্যে অনেকেই বাংলা, ভোজপুরি বা হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এমনই এক ভোজপুরি অভিনেত্রী রয়েছেন এই তালিকায়। তিনি হলেন অন্তরা ওরফে ঝুমা বৌদি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম মোনালিসা। যদিও তিনি একজন বাঙালি মেয়ে। কয়েকদিন আগেই তিনি দেওরদের জন্য একটি ছবি শেয়ার করেছিলেন। যা দেখে ভক্তরা সকলেই মুগ্ধ। আবারও একটি ছবি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা পাগল করে তুলেছে ভক্তদেরকে।
এবার তিনি পড়েছেন কালো রঙের মিডি বডিকন ড্রেস। কালো ড্রেসের উপর সাদা রঙের ডিজাইন রয়েছে। এই ড্রেসের সাথে মানিয়ে হালকা মেকআপ করেছেন তিনি। খোলা চুল ,কানের টপ, চোখে গোলাপি রঙের আইশ্যাড। টাইট ফিটিংস এই পোশাক বেশ মানিয়েছে এবার তাকে। তিনি এই ফটোশুট করেছেন একটি সুইমিং পুলের সামনে। সেখানে তার পোজগুলো ছিল ভক্তদের মনে তীরের মতো গেঁথে গেছে।
মোনালিসা ভোজপুরি সিনেমাতে যেমন জনপ্রিয় তেমনই বাংলা সিনেমাতেও তিনি জনপ্রিয়। তবে তিনি দেওরদের জন্য ঝুমা বৌদি হয়ে উঠেছেন দুপুর ঠাকুরপো সিরিজে কাজ করার পরেই। এখন তাকে অন্তরা থেকে ঝুমা বৌদি বলেই বেশি চেনে নেট ভক্তরা। মোনালিসা শুধুমাত্র ভোজপুরি, হিন্দি, বাংলায় নয় তার পাশাপাশি অভিনয় করেছেন ওড়িয়া, তামিল, কন্নড় এবং তেলেগু সিনেমাতেও। তিনি সিনেমা করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যক্টিভ থাকেন। তিনি এই সোশ্যাল মিডিয়াতেই মাঝে মধ্যেই ছবি পোস্ট করে সকল ছেলেদের ঘুম কেড়ে নেন।
মোনালিসা কিন্তু একা নন। তিনি বিবাহিত। তিনি বিয়ে করেছেন বিক্রান্ত সিংকে। বিক্রান্তকে বিয়ে করার পর তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে তিনি এই ফটোশুট ও পরিবারকে নিয়েই ব্যস্ত রয়েছেন।