খেয়ালি ও অনুভব জুটি বাধছে ‘অন্য রকম’ লাভ স্টোরিতে, খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে তাঁরা

জি বাংলায় এখন সব সিরিয়ালই বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে। কিন্তু এর মাঝেই গতকাল রাতে হঠাৎই মিলের প্রমো মুক্তি দেখে গুঞ্জন উঠতে শুরু করেছে কোন সিরিয়াল শেষের পথে। মিনি সিরিয়ালের এই প্রমোতে দেখা যাবে একটা বিয়ের রাত। যেখানে মিনি তৈরী হচ্ছে বিয়েতে বসার জন্য।

শুভঙ্কর পাত্র, কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রি জগতে একে অপরকে টেক্কা দিতে সদা প্রস্তুত। এমনকি টিআরপি ধরে রাখতেও তারা মরিয়া। স্টার জলসাতে নিজেদের টিআরপি বজায় রাখতে পরপর দুটি নতুন সিরিয়াল এনেছে। আর এই কারণে পিছিয়ে পড়েছিল জি বাংলা। তবে কেউ কারোর জমি ছাড়তে রাজি নয়। আর সেই জন্যই জি বাংলায় এখন আছে এক নতুন ধারাবাহিক। ধারাবাহিকের নাম “মিলি”। যার প্রমো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কিন্তু কোন স্লটে বা কবে থেকে সিরিয়ালটি শুরু হবে তা এখনও প্রকাশিত হয়নি। মিনি চরিত্রে অভিনয় করছেন খেয়ালি মন্ডল। যিনি কিছুদিন আগে স্টার জলসায় ‘আলতাফড়িং’ সিরিয়ালটি করেছিলেন। এবার মিলির সঙ্গে জুটি বেঁধেছেন অনুভব কাঞ্জিলাল। অনুভব এই প্রথম ছোট পর্দায় পা রাখছেন। এর আগে তিনি মূলত বড় পর্দায় ও ওয়েবে কাজ করেছেন। তার জনপ্রিয় ওয়েব সিরিজ সম্পূর্ণা।

জি বাংলায় এখন সব সিরিয়ালই বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে। কিন্তু এর মাঝেই গতকাল রাতে হঠাৎই মিলের প্রমো মুক্তি দেখে গুঞ্জন উঠতে শুরু করেছে কোন সিরিয়াল শেষের পথে। মিনি সিরিয়ালের এই প্রমোতে দেখা যাবে একটা বিয়ের রাত। যেখানে মিনি তৈরী হচ্ছে বিয়েতে বসার জন্য। সেই সময় তার হবু বর তাকে ফোন করে তার দেওয়া হিরের নেক্সলেস পড়া ছবি দিতে বলে। কিন্তু মিলি স্পষ্ট জানিয়ে দেয় সে বিয়ের পিঁড়িতে বসার আগে কোন ছবি দেবে না। তারপর শুরু হবে বিয়ে। বিয়ের সময় ঘটবে নানা ঘটনা। শেষ পর্যন্ত মিনি কিডন্যাপ হবে। যে কিডন্যাপ করবে তার নাম সূর্য।

এই প্রথম বাংলা ইন্ডাস্ট্রিতে খেয়ালি ও অনুভব জুটি একসাথে কাজ করবে। দশকেরা অপেক্ষা করে বসে আছেন কেমন হবে এই জুটি তা দেখার জন্য। তবে আপাতত দর্শকেরা এই ভিডিও দেখে বুঝতে পেরেছে এটা একটা হটকে লাভ স্টোরি হতে চলেছে। অন্যদিকে স্টার জলসায় আজ থেকে শুরু হতে চলেছে ওম সাহাণী এবং নবাগতা মৌমিতা সরকারের অভিনীত লাভ বিয়ে আজকাল।




Leave a Reply

Back to top button