টিআরপির তালিকায় উঠে আসতে ফের মোড় ঘোরানো হচ্ছে ‘এক্কা দোক্কা’য় আনা হল বড় টুইস্ট

তবে টিআরপি এমন একটা জিনিস যা পাওয়ার জন্য সিরিয়ালের নির্মাতারা অনেক টুইস্ট নিয়ে আসে গল্পে। আর তাই ধারাবাহিকে মাঝেমধ্যেই আনা হয় মোড় ঘোরানো পর্ব।

শুভঙ্কর, কলকাতা: বাংলা সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম চর্চিত সিরিয়াল ‘এক্কা দোক্কা’। এই সিরিয়ালের সব থেকে আশ্চর্য বিষয় এখানে নায়ক-নায়িকা আলাদা ভাবে জুটি বেঁধেছে। যা হয়তো আমরা সচরাচর কোনও সিরিয়ালেই দেখতে পাই না। যদিও এই সিরিয়ালটি শুরু হয়েছিল নায়ক নায়িকার জুটি দিয়েই। তবে গল্প যত এগিয়েছে তত তাদের মধ্যে ছাড়াছাড়ি এবং শেষ পর্যন্ত অন্য জুটিতে বাধা পড়েছে। আর যা দেখে বেশিরভাগ দর্শকেরাই ক্ষুব্ধ হয়েছে। আর সেই কারণেই সিরিয়ালটি টিআরপি দিনে দিনে কমেই যাচ্ছে। তবে টিআরপি এমন একটা জিনিস যা পাওয়ার জন্য সিরিয়ালের নির্মাতারা অনেক টুইস্ট নিয়ে আসে গল্পে। আর তাই ধারাবাহিকে মাঝেমধ্যেই আনা হয় মোড় ঘোরানো পর্ব। কিন্তু গল্পের টুইস্ট বা মোড় ঘুরানো পর্ব থাকলেও টিআরপি তালিকায় ‘এক্কা দোক্কা’কে দেখা যাচ্ছে না।

বর্তমানে সিরিয়ালটিতে দেখা যাচ্ছে নায়ক পোখরাজের সাথে জুটি বেঁধেছে রঞ্জা। আর নায়িকা রাধিকার সাথে জুটি বেধেছে, ডাক্তার অনির্বাণ গুহ। তবে এই জুটি দেখে কিছু দর্শক খুশি না হলেও অনেক দর্শকই পোখরাজের পাশে রঞ্জাকে মেনে নিয়েছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে বেশ ভালো কাটছিল সময়। পোখরাজের মনে কোথাও গিয়ে যেন এখনও রাধিকার জন্য ভালোবাসা রয়েছে। যা নিয়ে মাঝেমধ্যেই রঞ্ঝা ও পোখরাজ এর মধ্যে ঝামেলা হয়। মাঝে মধ্যেই রঞ্ঝা পোখরাজকে জিজ্ঞাসা করে রাধিকার বিষয়ে। একসময় পোখরাজ বলে,‘ আমি এখনো রাধিকাকে ভালোবাসি কখনো সেটা অস্বীকার করতে পারবো না।’ এসব শুনে রঞ্জা বলে, ‘তোমার খুব খারাপ লাগে বলো? আজ যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে তো তুমি আর রাধিকা একসাথেই থাকতে।’

Star Jalsha,Ekka Dokka,pokhraj,Ranjha,Radhika

রঞ্জার সব কথা শুনে পোখরাজ বলে, ‘ হয়তো তুমি ঠিকই বলেছ। কিন্তু আমি বলব না যে আমি এখনো অসুখী রয়েছি। আমি এখন তোমাকে নিয়ে ভালোই আছি।’ তো মাঝে মধ্যেই রঞ্ঝা ও পোখরাজের এই ঝামেলার জন্য তাদের মধ্যে কি ছাড়াছাড়ি আবার হয়ে যাবে? কি হবে পরবর্তী পর্বে? যদি জানতে চান কি হতে চলেছে পরবর্তী পর্বে তাহলে অবশ্যই স্টার জলসায় নজর রাখুন ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে।




Leave a Reply

Back to top button