কুনাল ঘোষের উপন্যাসে ‘মাও নেত্রী’,তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ

এই ওয়েব সিরিজটি কলকাতা এবং বাংলাদেশ, দুটি জায়গারই ওটিটি প্লাটফর্মে দেখা যাবে। বাংলাদেশের জনপ্রিয় চড়কিতে দেখা যাবে এই ওয়েব সিরিজ। জানা গিয়েছে ১৮ নভেম্বর শুরু হবে শুটিং এবং কলকাতা ও শিলংয়ের বিভিন্ন প্রান্ত ঠিক করা হয়েছে শুটিং লোকেশন হিসেবে।

কলকাতা: রাজনৈতিক যুক্তি-তর্ক অনুষ্ঠানগুলিতে (Political Debate Show) বিরোধী দলের মুখপাত্রদের (Spokesperson) কড়া জবাব দিতে দেখা যায তৃণমূলের নেতা (TMC Leader), তথা মুখপাত্র, কুনাল ঘোষকে (Kunal Ghosh)। এছাড়াও কুনাল বাবুর রয়েছে একাধিক প্রতিভা। তার মধ্যে একটি উপন্যাস লেখা (Novel Writing)। এবার তাঁরই লেখা উপন্যাসকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে একটি ওয়েব সিরিজ’ (Web Series), যেখানে দেখা যাবে টলিউডের জনপ্রিয় নায়িকা সোহিণী সরকার (Tollywood actress Sohini Sarkar) ও বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে (Bangladeshi actor Arifin Shuvo) এবং পরিচালনায় (Director) থাকবেন রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee)। এই ওয়েব সিরিজটি কলকাতা এবং বাংলাদেশ, দুটি জায়গারই ওটিটি প্লাটফর্মে (OTT Platform) দেখা যাবে। বাংলাদেশের জনপ্রিয় অ্যাপ চড়কিতে (Charki) দেখা যাবে এই ওয়েব সিরিজ। জানা গিয়েছে ১৮ নভেম্বর শুরু হবে শুটিং (Shooting)। কলকাতা (Kolkata) ও শিলংয়ের (Shilong) বিভিন্ন প্রান্তে করা হবে শুটিং।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূল নেতা। কুনাল ঘোষ জানান, “আমার ‘পথ হারাবো বলেই’ (Poth Harabo Bolei) উপন্যাসের স্বত্ব (Rights) কেনা হয়েছে। কিছু জায়গায় বদল করা হয়েছে ঠিকই, কিন্তু গল্পের বিষয়বস্তু (Storyline) একই।এক মাও নেত্রী (Mao Leader) ও পুলিশ অফিসারকে (Police Officer) নিয়ে গল্পটি।” এছাড়াও তৃণমূল মুখপাত্র আরও জানান, “এই উপন্যাসে আমার বন্দী জীবনের (Prison Life) বড় ভূমিকা রয়েছে। যে সময় আমি জেলেছিলাম আমি দেখেছিলাম বন্দি মাওবাদীরা (Maoists) কিভাবে জেল (Prison) থেকে নিজেদের কাজ করে এবং সেটার ভিত্তিতেই এই উপন্যাসটি তৈরি করা হয়েছে।”

Kunal Ghosh,Sohini Sarkar,Novel,new web series

এই ওয়েব সিরিজের গল্প প্রসঙ্গে মুখ খোলেন স্বয়ং পরিচালক রাহুল মুখোপাধ্যায়ও। তিনি বলেন, “নদীয়ার (Nadia) মফস্বলে এক মাওবাদী নেত্রীকে আশ্রয় দেন তাঁরই দলের সদস্যরা। তাঁকে খোঁজার জন্য সেই এলাকায় আসেন স্পেশাল ব্রাঞ্চের এক অফিসার (Special Branch Officer)। সেটাও জেলে বন্দি থাকা বাকি মাওবাদীদের থেকে খবর পেয়ে যান সেই মাওনেত্রী। এটা ঘিরেই গল্প।”




Leave a Reply

Back to top button