জুটতো না নুন-ভাত! ৮০০ টাকায় মাস চালানো নিতা অম্বানি এখন লক্ষ-কোটির মালিক

মন্টি শীল, কলকাতা : ভারতবর্ষ, অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ গুলি মধ্যে একটি। আর এই গনতান্ত্রিক দেশের উন্নয়নের অন্যতম মুখ্য উপাদান হল দেশের শিল্প। যা বাস্তবায়িত করে থাকেন দেশের তাবড় তাবড় শিল্পপতিরা। তবে আজ যার কথা বলা হচ্ছে তিনিও এই ভারতবর্ষের একজন অন্যতম বহুল আলোচিত একজন শিল্পপতি। হ্যাঁ, তার নাম মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির (Reliance group of industry) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর। স্বভাবতই এমন একজন বড় মাপের শিল্পপতিকে কেন্দ্র করে আলোচনা জারি থাকে সর্বত্রই।

তবে এই শিল্প পতির শিল্প কার্যের সঙ্গে সঙ্গে জনসমক্ষে বিশেষ ভাবে আলোচিত তার পরিবারও। বিশেষ করে তার স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)। ভারতবর্ষের ধনী শিল্পপতি তথা ব্যবসায়ী মুকেশ আম্বানি-এর স্ত্রী জনসম্মক্ষে পরিচিত একজন সুন্দরী, স্টাইলিশ, শিক্ষিতা নারী হিসেবে। অনেকেই আবার তাকে ভারতবর্ষের সফলতম মহিলা হিসেবেও সম্বোধন করেছেন।

15c62

জানা গিয়েছে, ভারতবর্ষের এই সুপার ওম্যান বর্তমানে রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)-এর পরিচালক। শুধু তাই নয়, মুকেশ পত্নী তার সঙ্গে সঙ্গে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন এবং প্রতিষ্ঠাতা এবং তার সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রির একজন পরিচালক। অনেকেই বলে থাকেন, ভারতবর্ষের এই কোটিপত্নী নাকি সোনার কাপে চা পান করেন। আবার অনেকেই বলতে শোনা যায়, তিনি নাকি যেই বোতলে জল পান করেন সেটিও নাকি সম্পূর্ণ রূপে সোনা দিয়ে তৈরি। যদিও সেই সমস্ত মন্তব্য বিতর্কিত হিসেবে প্রমাণিত হলেও, ভারতবর্ষের এই ওয়ান্ডার ওম্যান একসময় জীবনে অনেক সংগ্রাম করেছেন।

15c63

জানা গিয়েছে, একটা সময় মুকেশ পত্নী তার সংসারের খরচ ওঠানোর জন্য মাসিক ৮০০ টাকার বিনিময়ে ছাত্র পড়াতেন। জানা গিয়েছে সেই স্কুলের নাম ‘st Flower Nursery’। শোনা যায়, পড়াশোনার সঙ্গে সঙ্গে নিতার নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল। এমনকি বিশেষ ভাবে দক্ষ ছিলেন ভরতনাট্যমেও। মুকেশ পত্নী তার সংসারের খরচ ওঠানোর জন্য নাচ ও শিখিয়েছিলেন শিশু ছাত্র ছাত্রীদের। যদিও পরবর্তী সময়ে মুকেশ পত্নী নিতা আম্বানির তরফে জানা গিয়েছিল তিনি বিশেষত বাচ্চাদের সঙ্গে থাকতে এবং তাদের শিক্ষা দান করতে ভালো বাসতেন। তাই তিনি এই কাজ করতেন। যদি বর্তমানে তার নিজ সংস্থা অসহায় শিশুদের জন্য একাধিক সেবামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। যা সত্যিকারের প্রশংসা যোগ্য। তবে নিতা আম্বানির পূর্ববর্তী জীবন সম্পর্কে জানার পর আলোচনা শুরু হয়েছে সব মহলেই।




Leave a Reply

Back to top button