গাঁটছড়াকে টেক্কা দিতে মাঠে এবার মিঠাইয়ের হল্লাপার্টি! ফের গায়েব হবে আরও এক অভিনেত্রী

রাখী পোদ্দার, কলকাতা : মিঠাই ( Mithai) ধারাবাহিকে ফের এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে ধারাবাহিকের কলাকুশলীরা। সাপ্তাহিক টিআরপি যাই হোক না কেন দর্শকদের মন থেকে এত সহজে মুছে যাওয়ার নয় এই মিঠাই ম্যাজিক। আর মিঠাই রানী সবথেকে বড় সম্বল হলো তাঁর মোদক পরিবার এবং হল্লা পার্টি। লাভগুরু রাজীব, নন্দা, স্যান্ডি, নিপা , রুদ্র, মিঠাই, সিড ( Sid), রাতুল এবং শ্রীতমা এরা সবাই মিলেই একটা গোটা টিম। তাই এদের একজনকে ছাড়াও অসম্পূর্ণ এই হল্লা পার্টি। এই কারণে এই সিরিয়ালের মুখ্য নায়ক নায়িকা সিড এবং মিঠাই হওয়া সত্ত্বেও জনপ্রিয়তার দিক থেকে হল্লাপার্টির ( Holla Party) বাকি সদস্যরাও কিন্তু কোনো অংশে কম নয়। বর্তমানে তাঁরা কোমর বেঁধে নেমেছেন একটা নতুন মিশনে।

 

আর এই মিশনের মূল লক্ষ্য হল স্যান্ডির ভালোবাসা পিঙ্কিকে মনোহরাতে নিয়ে আসা। বিয়ের মন্ডপ থেকে ওমি আগারওয়ালের বোন পিঙ্কিকে ভাগিয়ে নিয়ে আসাই হলো এদের প্রধান উদ্দেশ্য। তাই বিয়ে বাড়িতে মেহেন্দী পরাতে যাওয়ার নাম করে মারোয়াড়ি স্ত্রীদের মতো করে শাড়ি পরে সাজগোজ করে একহাত লম্বা ঘোমটা টেনে তাঁরা হাজির হয়েছে আগারওয়ালদের বাড়ি। আপাতত তা নিয়েই মেতে আছে মিঠাই ( Mithai) প্রেমী দর্শকরা। তবে এত হাসির মজার পরিবেশের মধ্যেও ভেসে এলো আরও একটি খারাপ খবর।

আরও পড়ুন : কোটি টাকার সম্পত্তিকে ঘিরেই কি এই পরিণতি অভিনেত্রীর, পল্লবী রহস্যমৃত্যু মামলায় উঠছে প্রশ্ন

img 20220516 222824
Mithai

শোনা যাচ্ছে, হল্লা পার্টি এই একের পর এক নতুন মিশনে দেখতে পাওয়া যাবে না এক সদস্যকে। খুব তাড়াতাড়ি কমে যেতে চলেছে হল্লা পার্টির ( Holla Party) একজন সদস্য। জানা যাচ্ছে, হল্লা পার্টির পরিচিত মুখ শ্রী ওরফে শ্রীতমাকে আর দেখা যাবে না এই ধারাবাহিকে। আর এই খবর শোনা মাত্রই মিঠাই ( Mithai) প্রেমীদের মাঝে ভেসে উঠেছে কষ্টের প্রতিফলন। সম্ভবতই দর্শক মহলে প্রশ্ন উঠেছে হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন : মাঝরাতে কনে সাজে ঘর ছাড়া অপরাজিতা! কারণ জানলেই হতবাক হবেন আপনিও

picsart 22 05 16 22 26 26 364আসলে সাময়িক বিরতি নিচ্ছেন অভিনেত্রী। সামনেই দিয়া অর্থাৎ শ্রীতমা চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর পরীক্ষা। তাই আপাতত সেই পরীক্ষার প্রস্তুতি নিতেই কিছুদিনের জন্য ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছেন দিয়া। ২০১২ সালে ‘সতী’ ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় হাতেখড়ি হয়েছিল বারাসাতের দিয়া মুখোপাধ্যায়ের ( Diya Mukherjee)। এছাড়াও ইন্দ্রাণী হালদার অভিনীত ধারাবাহিক ‘সীমারেখা’ তাঁকে এনে দিয়েছিল জনপ্রিয়তা। ‘তুমি এলে তাই’, ‘নজর’, ‘নেতাজি’, ‘যোশ’, ‘অগ্নিজল’ ও ‘এক মাসের গল্প’-র মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে মিঠাই ধারাবাহিকে অন্যতম সদস্য তিনি। ধারাবাহিক থেকে ছুটি নিলেও খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে আবার তিনি ধারাবাহিকে ফিরে আসবেন বলে আশ্বস্ত করেছেন ভক্তদের।




Leave a Reply

Back to top button