মালবিকা চাইছে, ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে

রাঙা বউ সিরিয়ালে কুশ কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? কেনই বা কুশ রাজি হলো ডিএনএ টেস্ট করতে।

শুভঙ্কর, কলকাতা: বাঙালির ঘরে ঘরে এখন বিনোদন মানেই বাংলা সিরিয়াল। প্রায় প্রত্যেকের ঘরেই সন্ধ্যাবেলার পর থেকেই স্টার জলসা বা জি বাংলার সিরিয়ালগুলো চলে। আর এই বাংলা সিরিয়ালগুলো দেখেই মা কাকিমা জেঠিমারা ফাঁকা সময় আনন্দ করে। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রাঙা বউ। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরী। তবে বাঙ্গালীদের কাছে শ্রুতি এখন রাঙা বউ হিসেবেই বেশি পরিচিত। প্রতিদিনই এখন এই সিরিয়ালে দেখা যাচ্ছে মোর ঘোরানো পর্ব।

বর্তমানে সিরিয়ালে চলছে মালবিকার শয়তানি। এর আগেও মালবিকা প্রমাণ করার চেষ্টা করেছিল সে কুশ ওরফে রকির বউ। কিন্তু তখন সে প্রমাণ করতে পারেনি তাই সে বাড়ি থেকে চলে যায়। কিন্তু এবার সে একটি বাচ্চাকে নিয়ে এসে দাবি করছে এটা রকির ছেলে। কিন্তু এই কথা কুশ বা পাখি কেউই মেনে নিতে চাইছে না। তাই এখন বাধ্য হয়ে মালবিকা ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তে কুশ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য রাজি হয়েছে। কিন্তু মালবিকা যদি বদমাইশি করে তাহলে সে ডিএনএ টেস্ট করতে চাইছে কেন? এই প্রশ্নই ঘোরাফেরা করছে দর্শকদের মনে।

Bengali serial,ranga bou,Zee Bangla,Zee5 app

কুশ কি আদৌ পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? পাখি কিভাবে তার কুশ বাবুকে বাঁচাবে? পাখি এখন মনে মনে এটাই ভাবছে যে মালবিকা কিসের জোরে এই টেস্ট করতে চাইছে। কি তার উদ্দেশ্য। আপনারাও ভাবছেন যে কি হতে চলেছে পরবর্তীতে? যদি তা জানতে হয় তাহলে প্রতিদিন জি বাংলায় ৮.৩০ সময় দেখতে হবে রাঙা বউ সিরিয়ালটি। যদি আপনারা টিভিতে না দেখতে চান তাহলে জি ফাইভ অ্যাপেও দেখতে পারবেন। এই মুহূর্তে টিআরপির লড়াইয়ে লড়ছে সিরিয়ালটি।




Leave a Reply

Back to top button