শেষ হতে চলেছে ‘পঞ্চমী’ দর্শকদের মনে হতাশা, সেই জায়গায় আসছে নতুন সিরিয়াল

কিন্তু সিরিয়াল আনলেই তো হলো না তার জায়গাও দরকার। আর সেই জন্যই। বর্তমানে চলা কিছু সিরিয়াল টুক করে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় চ্যানেল কর্তৃপক্ষ।

শুভঙ্কর, কলকাতা: সব কিছুরই শুরু যেমন আছে তেমনি শেষও আছে। সে হতে পারে সাধারণ কাজ বা চলচ্চিত্রে জনপ্রিয় সিরিয়াল। সব বাংলা চ্যানেল এখন নিজেদের টিআরপি ধরে রাখতে ব্যস্ত। সব থেকে বেশি টেক্কা দেয় জি বাংলা ও স্টার জলসা। এখানে কে কাকে টেক্কা দেবে সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিরিয়াল আনা হয়। কিন্তু সিরিয়াল আনলেই তো হলো না তার জায়গাও দরকার। আর সেই জন্যই। বর্তমানে চলা কিছু সিরিয়াল টুক করে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় চ্যানেল কর্তৃপক্ষ। এমনই এক জনপ্রিয় সিরিয়াল পঞ্চমী প্রায় এখন শেষের মুখে। যদিও শেষ শুটিং তাদের শেষ। শেষ শুটিংয়ে আবেগ ঘন হয়ে পড়েছেন সেই সিরিয়ালের নায়িকা সুস্মিতা দে।

স্টার জলসা রাত ৮:৩০ টার সময় হতো পঞ্চমী। কিন্তু সম্প্রীতি স্টার জলসা একটা নতুন সিরিয়ালের প্রমো দেখা যাচ্ছে। সিরিয়ালটার নাম ‘লাভ বিয়ে আজকাল।’ কিন্তু এই সিরিয়ালের প্রোমো দেখা গেল সেটা কখন কবে থেকে শুরু হবে সেটা প্রকাশ হয়েছিল না। দর্শকদের মনে উৎকনটা ছিল আকাশ ছোঁয়া কারণ এই প্রমোটা বেশ হিট হয়েছিল। তবে অবশেষে ভক্তদের উৎকণ্ঠা শেষ। কারণ শেষ হচ্ছে পঞ্চমী। আর টুকুস করে সেই জায়গা দখল করে নিচ্ছে নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল।’ তবে অবশেষে প্রকাশিত হয়েছে কবে থেকে শুরু হবে এই সিরিয়াল। আগামী ২৮শে আগস্ট সাড়ে আটটা থেকে সম্প্রচার হবে নতুন সিরিয়ালটি। এই সিরিয়ালের পরিচালনা করবেন যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জন সেনগুপ্ত।

Panchami,love biyea aajkal,Star jalsha,new serial

যদিও বর্তমানে চলছে পঞ্চমী সিরিয়ালটা। নিজের জায়গা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল সে। এমনকি গল্পের নতুন মোড়ও এনেছিল। কিন্তু তাও শেষ রক্ষা হলো না। অবশেষে শেষ হতে চলেছে সিরিয়ালটি। এই সিরিয়াল শেষ হওয়ার জন্য অনেক দর্শকই মনমরা হয়ে গেছেন।




Leave a Reply

Back to top button