তাহলে কি ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল ছাড়তে চলেছেন এই অভিনেত্রী? কারণ কী?

সিরিয়ালে দেখা নেই প্রতীক্ষার। গুজব উঠেছে তিনি নাকি ছেড়ে দিয়েছেন এই সিরিয়াল। নিজে কি বললেন এই অভিনেত্রী।

শুভঙ্কর, কলকাতা: বাংলা সিরিয়ালে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিছু না কিছু নিয়ে সবসময়ই প্রচারের আলোর মধ্যে রয়েছে এই সিরিয়াল। টিআরপিও যে খুব একটা খারাপ তা নয়। এই সিরিয়ালে একজন সাধারণ ঘরের মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে যে প্রতিকূলতার মুখে পড়তে হয় সেই বিষয়েই দেখানো হচ্ছে। দর্শকদের মধ্যে অনেকেই শিমুলের অবস্থার সঙ্গে নিজেকে মেলাতে পারেন। অনেকে আবার যা দেখানো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে। তারা মনে করছেন টিআরপি বাড়ানোর জন্য বৌমা এবং শাশুড়ির সম্পর্ককে কঠিন করে দেখানো হচ্ছে এখানে। দর্শকদের এই বিষয়টিকে কিছুটা প্রাধান্য দিয়েই শাশুড়ির সুর কিছুটা নরম করা হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় উঠে এলো এই সিরিয়ালের নাম। শোনা যাচ্ছে অন্যতম অভিনেত্রী ছাড়তে চলেছেন এই সিরিয়াল।

জি বাংলায় সম্প্রচারিত এই সিরিয়ালে শিমুল চরিত্রের পাশাপাশি অন্য যে চারটি মহিলা চরিত্র রয়েছে তাদের প্রধান স্তম্ভ হিসেবেই ধরা হয়। তারা শিমুলের বান্ধবী। সুচরিতা, বিপাশা, শীর্ষা, প্রতীক্ষাদের (Pratiksha) সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় এখানে। তবে দীর্ঘদিন ধরেই প্রতীক্ষাকে দেখা যাচ্ছে না। যা নিয়ে দর্শকদের মনে জল্পনা শুরু হয়। তাহলে কি সিরিয়াল ছাড়তে চলেছেন প্রতীক্ষা?

Zee Bangla,Kar Kache Koi Moner Kotha,Bengali Serial,Serial,Shimul,Actress,Pratiksha,Kuyasha Biswas.

 

এই ধারাবাহিকে শিমুলের দেওর পলাশের হবু স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী কুয়াশা বিশ্বাস। তার অভিনীত চরিত্রের নামই হল প্রতীক্ষা। তাকে সিরিয়ালে দেখা যাচ্ছে না এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের তরফ থেকে প্রতীক্ষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রযোজনা সংস্থার তরফ থেকে তাকে কোন কলটাইম দেওয়া হয়নি। তবে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কোনও কথা উল্লেখ করেননি কুয়াশা। তিনি যেহেতু সেটে আসছেন না তাই স্বাভাবিকভাবেই ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে না। তাই ছড়িয়ে পড়া গুঞ্জন এর কোন সততা নেই। তার কথা অনুযায়ী আপাতত এই সিরিয়ালের সঙ্গেই যুক্ত থাকছেন কুয়াশা।




Leave a Reply

Back to top button