প্রাক-অস্কার পার্টির মধ্যমণি প্রিয়াঙ্কা, কালো শাড়িতেই মোহময়ী ‘দেসি গার্ল’

ভারতীয় বিনোদন জগতের জন্য আরও একটি ভালো খবর। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে প্রাক-অস্কার অনুষ্ঠান হোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra at Pre Oscar event)।প্রাক-অস্কার পার্টিতে কালো শাড়ি পড়ে সকলের লাইমলাইট কেড়ে নিলেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার বেভারলি হিলসে একটি প্রাক-অস্কার পার্টির অয়োজন করেছিলেন দেশি গার্ল। অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিলেন মিন্ডি কালিং, কুমাইল নানজিয়ানি, অঞ্জুলা আচারিয়া, বেলা বাজারিয়া, মণীশ কে গোয়া ও শ্রুতি গঙ্গোপাধ্যায়।  

 সেই পার্টির বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু পার্টির মধ্যে দেশি পোশাকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ইউটিএ, একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স, জনি ওয়াকার, ইন্ডিয়া সেন্টারের সাউথ এশিয়ান আর্টস রেসিলিয়েন্সি ফান্ড এবং জাগারনট দ্বারা স্পনসর করা ইভেন্টে প্রিয়াঙ্কা একটি উজ্জ্বল কালো শাড়ি পরেছিলেন। পশ্চিমী কায়দার এই ইভেন্টে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরলেন এই গ্লোবাল আইকন।

সংশ্লিষ্ট ইভেন্টের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেই ছবিতেই দেখা যাচ্ছে, ইভেন্টটিতে একটি অপূর্ব কালো শাড়ি পরে অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। 

টিউব ব্লাউজ, চুল খোলা ও অল্প গয়নাতেই দেশি গার্লের বেশে অপূর্ব লেগেছে প্রিয়াঙ্কাকে। বিদেশের মাটিতে দেশি কায়দায় পোশাক পরে ভক্তদেরও মুগ্ধ করেছেন তিনি। পোশাকের সঙ্গে মানানসই মেকআপে বেশ লেগেছে তাঁকে। 

ওই পোস্টের ক্যাপশনে স্বপ্নসুন্দরী (Priyanka Chopra) লিখেছেন, “অসামান্য মুহূর্ত! এই বছর ১০ জন দক্ষিণ এশিয়ার অভিনেতা অস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁদের সঙ্গে দুর্দান্ত সময় কাটাল। আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু, সহকর্মী এবং পরিবারকে ধন্যবাদ। তাঁদের জন্য এইটা সম্ভব হল। গতকাল রাতে মনে হচ্ছিল বিনোদনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল”।

প্রিয়াঙ্কা নিজের বক্তৃতায় হলিউডে তার যাত্রা এবং শিল্পে দক্ষিণ এশিয়ার শিল্পীদের উপস্থিতি সম্পর্কে কথা বলেছেন। অভিনেত্রী বলেছেন, ‘ব্যবসায়িক পরিকল্পনা করুন, চুক্তি করুন, সেগুলোকে বাস্তবায়িত করুন, আসুন এমন একটি পথ তৈরি করি যেখানে আমরা অপ্রতিরোধ্য এবং এটি কেবল তখনই ঘটতে পারে যদি আমরা সঙ্গে করি। আজ রাতেও আমি করছি সেইটা।’

প্রসঙ্গত, বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষার তালিকায় রয়েছে। যার মধ্যে হলিউড ও বলিউড,উভয় সিনেমা জগতেই কাজ করেছেন তিনি। অভিনেতা ফারহান আখতার পরিচালিত জি লে জারা, ওয়েব সিরিজ সিটাডেল, একটি রোম্যান্টিক ফিল্ম টেক্সট ফর ইউ ও একটি অ্যাকশন ড্রামা এন্ডিং থিংস ছাড়াও প্রোজেক্টের তালিকায় রয়েছে আরও কয়েকটি সিনেমা। 

এই বছরের অস্কার হোস্ট করবেন অ্যামি শুমার, রেজিনা হল এবং ওয়ান্ডা সাইকস। হলিউডের ডলবি থিয়েটারে ২৭ মার্চ মানে ভারতীয় সময় অনুযায়ী ২৮ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন আসছে জুনিয়র চৌধুরী! অভিনেত্রী দেবীণা অনুরাগীদের দিলেন সুখবর

আরও পড়ুন প্রথম ছবির জন্য কোমর বাঁধছেন স্টারকিডরা, সুহানা ও খুশির লুক ফাঁস নেটদুনিয়ায়




Leave a Reply

Back to top button