‘সোশ্যাল মিডিয়ায় অশিক্ষিতদের বাস’! নেটিজেনদের তীব্র আক্রমণ করে সমস্যায় নচিকেতা

অহেলিকা দও, কলকাতা : মতামত প্রকাশের মঞ্চ হল নেটমাধ্যম। কিন্তু নেটিজেনরা অনেক সময়েই ভুলে যান কোন মন্তব্যটা শোভনীয় আর কোনটা নয়। এর ফলে শুরু হয় নতুন নতুন বিতর্ক। কিছুদিন আগেই ভারতীয় কণ্ঠশিল্পী কেকে’কে নিয়ে রূপঙ্কর বাগচীর ভিডিও বার্তায় তর্ক-বিতর্ক হয়েছিল, যার রেশ এখনো চলছে। এর মাঝেই আবার গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায় ( Nachiketa Chakraborty )।
সম্প্রতি ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে ইউটিউবারকে। তাঁর গ্রেফতারি উচিত কি উচিত নয় তা নিয়েও চলছে শোরগোল। নানা রকম কথা চলছে চারপাশে। কেউ নিচ্ছে রোদ্দুর রায়কে সাপোর্ট করে কথা আবার কেউ করছে তার বিরোধিতা। বিষয়টি নিয়ে এবার মন্তব্য করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ( Nachiketa Chakraborty )।
কাজের ফাঁকে উত্তরবঙ্গ ঘুরতে গিয়েছেন নচিকেতা। কলকাতা ফেরার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সোশ্যাল মিডিয়া এবং সাম্প্রতিক একের পর বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে নচিকেতা ( Nachiketa Chakraborty ) বলেন, “এ নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। কারণ আমার একটা ক্যাবলা ফোন রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় আমার থাকা হয় না। সোশ্যাল মিডিয়া একটা অশিক্ষিতদের চায়ের দোকানের মতো। সেটা নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। সেভাবে দেখতে গেলে আমি খুব আনসোশ্যাল।”
এছাড়া রোদ্দূর রায়ের প্রসঙ্গ উঠতে নচিকেতার ( Nachiketa Chakraborty ) বক্তব্য, “আমি ভদ্রলোককে চিনি না। সুতরাং তার সম্পর্কে আমি কী বা মন্তব্য করব। কী বলেছে না বলেছে সেটাও খুব ভালো করে জানি না। যদি কিছু হয় আইন আইনের পথেই হাঁটবে।”