যৌন লালসার জন্যই শ্রীঘরে সাগ্নিক, সামনে এল আরও এক প্রেমিকার নাম

সম্প্রতি মারা গিয়েছে রুপোলি পর্দার জনপ্রিয় তারকা পল্লবী দে। আর তার মারা যাওয়ার পর থেকেই একের পর এক নতুন নতুন রহস্য সামনে আসছে। যা নিয়ে নেটিজেনদের উত্তেজনা বেড়েই চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে গ্রেফতার হয়েছে পল্লবীর প্রেমিক সাগ্নিক। আর গ্রেফতারের পরেই আরও এক নতুন তথ্য সকলের সামনে আসে। জানা যায় জামা বদলানোর মতো নাকি প্রেমিকা বদলে এসেছেন সাগ্নিক। আর মনোবিজ্ঞানীদের মতে ( Psychologist reveal a big fact of pallabi Dey murder case ) একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের এই লিপ্সার জন্যই আজ তার এই পরিণতি।
গ্রেপ্তারের পর থেকেই সাগ্নিকের সম্বন্ধে উঠে এসেছে একাধিক তথ্য। জানা গেছে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়তে পছন্দ করেন বছর ছাব্বিশের যুবক সাগ্নিক। এমনকি একটি সম্পর্কে থাকাকালীনও অন্য সম্পর্ক রাখতে থেমে থাকেনি সে। প্রসঙ্গত পুলিশি তদন্তেই জানা গেছে তাঁর বেআইনি কলসেন্টার চালিয়ে টাকা আয়ের ঘটনা। আর সেই সব থেকেই ৫০ লক্ষ টাকার গাড়ি, লক্ষ লক্ষ টাকার আংটি, সাথেই শহরের নামীদামি নাইট ক্লাবে যাতায়াত লেগেই থাকত সাগ্নিকের। পুলিশের ধারণা এই সবকিছু দেখিয়েই নারীদের মন জয় করার চেষ্টা করত সে।
তদন্তের মাধ্যমে উঠে এসেছে যে সেসব নারীদের নিয়েই নিজের যৌন লালসা মেটাত সাগ্নিক। আর তারপরেই পুরনো প্রেমিকাকে ছেড়ে দিয়ে আবার খোঁজ করতো নতুন প্রেমিকার। এ প্রসঙ্গে মনোবিদরাও নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন। তাদের মতে সাগ্নিকের এ ধরনের সম্পর্ক স্থাপনের কেবল একটাই উদ্দেশ্য ছিল, যৌন খিদে মেটানো। এমনকি একথা সত্য বলেই জানিয়েছেন পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকা। তার কথা অনুযায়ী পল্লবী ঘর থেকে বেরিয়ে গেলেই নাকি অন্য মেয়েকে নিয়ে ঘরে ঢুকতেন সাগ্নিক। মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সৃজিত ঘোষ এই সম্বন্ধে জানিয়েছেন যে এ ধরনের ছেলেরা এক বিশেষ মানসিক রোগে আক্রান্ত থাকে। ফলস্বরূপ নারী দেখলে তাদের আবেগ এবং যৌনতা উভয়ই বেড়ে যায়।
আরও পড়ুন: দিন শেষে জুটেছে শুধুই অপমান! সকাল থেকে দাঁড়িয়েও কাজ মেলেনি জিতু’র
এছাড়াও তদন্তের মাধ্যমে সাগ্নিকের পুরনো জীবনের অনেক অজানা তথ্যেরই হদিস মেলে। পল্লবীর মৃত্যু তদন্ত করতে করতে তদন্তকারীরা আরও একটি মেয়ের সম্বন্ধে জানতে পারে। মেয়েটির নাম ছিল সৌমি মন্ডল। পল্লবীর মতনই সেও নাকি সাগ্নিকের প্রেমিকা ছিল। শুধু তাই নয়, তাঁর মায়ের কথা অনুযায়ী সৌমিই নাকি ছিল সাগ্নিকের প্রথম প্রেমিকা। আর পল্লবীর মত সৌমিও নাকি বহু বছর আগে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয়। কিন্তু সাগ্নিকের প্রেমিকা হওয়া সত্ত্বেও সৌমীর মৃত্যু কোনভাবেই প্রভাবিত করে নি সাগ্নিককে। এ থেকেই প্রমাণিত হয় যে তার কাছে সে সব সম্পর্কের মূল্য একেবারেই ঠুনকো। আর এসব কিছুর জন্যই হয়তো এখন হাজতবাস করতে হচ্ছে তাকে।
আরও পড়ুন: তবে আবার কি সেরার সেরা মিঠাই? কী বলছে এই সপ্তাহের TRP লিস্ট