সুন্দরী হতে গিয়ে একি সর্বনাশ করে বসলেন অভিনেত্রী, ঘোরতর অসুস্থ রাজিয়া উইলসন

পৃথিবীর প্রতিটি মানুষের কাছেই সৌন্দর্য অনেক দামী। কে না চায় সুন্দর মুখশ্রী। সকল মানুষই কম বেশি সুন্দরের পূজা করেন। তবে সত্যি কথা হল এই নিখুঁত সৌন্দর্য কারোর হয় না। বিশ্বের কোনও মানুষই পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। সবার কোনও না কোনও কমতি থেকেই যায়। কিন্তু ভারতীয় নায়িকারা ( Raija Wilson ) কি এই কমতি মেনে নিতে পারেন? সৌন্দর্যই তাদের ( Raija Wilson ) কাছে শেষ কথা। একেবারে নিখুঁত হতে হবে সেই সৌন্দর্যকে। সারা অঙ্গে কোথাও খুঁত থাকলে একদম চলবে না। তাই তো টিকালো নাক,পুরু ঠোঁট , সুঢোল স্তনের জন্য তারা দ্বারস্ত হচ্ছে প্লাস্টিক সার্জেনের ( plastic surgery ) কাছে। ঈশ্বরের দেওয়া সৌন্দর্যের উপর চুরি কাঁচি চালাতে দু’বার ভাবছে না। আর এসব করতে গিয়ে লাভের লাভ কিছু হচ্ছে না বরং মারাত্মক ক্ষতি সাধন করে ফেলছে।

আরও পড়ুন……একে অপরের অনেক দূরে বুমরাহ-‌সঞ্জনা, প্রথম বিবাহ বার্ষিকি পালন এভাবেই

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মারাত্মক ক্ষতি সাধন করে ফেলেছেন এমন ভয়ংকর অভিজ্ঞতা অনেক তারকাদের হয়েছে। এরকমই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন দক্ষিনি তারকা ( South Actress ) রাজিয়া উইলসন ( Raija Wilson )। সাউথের বেশ জনপ্রিয় ও সুপরিচিত নায়িকা। প্রাকৃতিকভাবে বেশ সুন্দরী এই অভিনেত্রী। দেখতেও লাস্যময়ী ছিলেন তিনি ( Raija Wilson )। তবে এতে তিনি সন্তুষ্ট ছিলেন না। ফলস্বরূপ আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি করতে তিনি দ্বারস্ত হন প্লাস্টিক সার্জেনের কাছে। কিন্তু এর ফল যে এত মারাত্মক হবে কে জানত! যতটা সুন্দরী তিনি ছিলেন তার থেকেও ভয়ংকর হয়ে উঠেছেন অভিনেত্রী। সারা মুখে লাল ও কালসিটে দাগ পরে গিয়েছে অভিনেত্রীর ( Raija Wilson )। মুখের রং লাল হয়ে গিয়েছে। প্লাস্টিক সার্জারির পর অভিনেত্রীর অবস্তা এতটাই শোচনীয় হয়ে ওঠে যে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। তিনি চোখেও ঠিকমত দেখতে পাচ্ছেন না। তার একটি চোখ প্রায়ই অন্ধত্বের শিকার হতে যাচ্ছিল।

Raija Wilson

আরও পড়ুন……‘দীর্ঘদিন চেপে রাখা সত্যিকে তুলে ধরেছে কাশ্মীর ফাইলস’ – মোদী

প্লাস্টিক সার্জারি বিষয়টি খুবই জটিল একটি বিষয়। সঠিকভাবে না করলে এর ফল মারাত্মক হতে পারে। আর মারাত্মক ভুল কিন্তু জীবনহানিরও কারণ। অভিনেত্রী রাজিয়া যে সার্জনের কাছে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তার বিরুদ্ধে তিনি কড়া অভিযোগ করেছেন। শুধু তাই নয় তার মতে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে জোরপূর্বক ভুল সার্জারি করায়। অভিনেত্রী বারণ করা স্বত্তেও তার উপর তিনি সেই সমস্ত চিকিৎসা প্রয়োগ করেন। আমাদের দেশে এসব চিকিৎসা এখনও উন্নতমানের হয়ে ওঠেনি। জানা গেছে অভিনেত্রী সেই প্লাস্টিক সার্জনের বিরুদ্ধে আইনি অভিযোগের বন্দোব্যাস্ত করেছেন।




Leave a Reply

Back to top button