জেলারের’ সাফল্যের পরে চারধাম যাত্রা রজনীকান্তের, দেখা করে পা ছুলেন যোগী আদিত্যনাথের
শুধু দক্ষিণ ভারত নয় দেশজুড়েই রমরমিয়ে চলছে এই ছবি। ছবি হিট হতেই চারধাম যাত্রায় বেরিয়ে পড়েছেন দক্ষিণের এই সুপারস্টার।

শুভঙ্কর, উত্তরপ্রদেশ: সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের ছবি ‘জেলার’। এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা কমার নাম নেই। এমনিতেই রজনীকান্ত যে ছবি করেন তাতে তাঁর ভক্তরা ঝাঁপিয়ে পড়েন। দক্ষিণ ভারত জুড়ে যেন উৎসবের মরশুম শুরু হয়। তার ওপর আবার ‘থালাইভা’র দু’বছর পর পর্দায় ফিরে আসা। তাই জেলার জ্বরে কাঁপছে সবাই। শুধু দক্ষিণ ভারত নয় দেশজুড়েই রমরমিয়ে চলছে এই ছবি। ছবি হিট হতেই চারধাম যাত্রায় বেরিয়ে পড়েছেন দক্ষিণের এই সুপারস্টার। সঙ্গে রয়েছেন স্ত্রী লতা রজনীকান্ত। এবার তাঁরা দেখা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ডেপুটি সিএম কেশব প্রসাদের সঙ্গে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার সময় পায়ে হাত দিয়ে নমস্কার করেন রজনীকান্ত। অন্যদিকে যোগীও তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন।
ব্রদিনাথ দর্শন করার পর রজনিকান্ত সোজা চলে যান লখনউতে। সেখানে উত্তর প্রদেশের ডেপুটি সিএমের সঙ্গে দেখা করে একসঙ্গে দেখেন ‘জেলার’ সিনেমা। লখনউর ফিনিক্স ক্লাসিওতে আইনক্স মেগাপ্লেক্সে বসে সিনেমা দেখেন। তারপরেই রজনীকান্ত সোজা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছান। যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী যোগীকে প্রনাম করছেন রজনীকান্ত। যোগীও তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান। এরপরে রজনীকান্ত মুখ্যমন্ত্রীকে একটি শো-পিস ও বই উপহার দেন। স্ত্রী রজনীকান্ত ও সুপারস্টার ‘থালাইভা’ কিছুক্ষণ কথা বলেন যোগী আদিত্যনাথের সঙ্গে। তারপর তাঁরা হোটেলে ফিরে যান।
রজনীকান্তের ছবি ‘জেলার’ পুরো দেশ সহ বিশ্বজুড়ে দারুন আয় করেছে।প্রথম সপ্তাহে ২৩৫.৮৫ কোটি টাকা কালেকশন করে নিয়েছে। যদি বিশ্বব্যাপী দেখা হয় তাহলে জেলার এখনও পর্যন্ত ৪২৬.৭ কোটি টাকার কালেকশন করে ফেলেছে। স্বাভাবিকভাবেই ছবির সাফল্যে খুশি রজনীকান্ত।