রজনীকান্তের নতুন ছবি, ছুটি ঘোষণা চেন্নাই বেঙ্গালুরুর অনেক অফিসে

ফিরে এসেছেন ‘থালাইভা’ রাজনিকান্ত। দক্ষিণ ভারত জুড়ে তাঁর ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

শুভঙ্কর, মুম্বাই: দীর্ঘদিন ছবি করেননি তিনি। অবশেষে দুই বছরের বিরতি কাটিয়ে ফের স্বমহিমায় ফিরে এসেছেন। কথা হচ্ছে দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে নিয়ে। ‘জেলার’ ছবির হাত ধরে ফের বড় পর্দায় তিনি। ছবি ঘোষণা হওয়ার দিন থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। এতদিনে অপেক্ষার অবসান। মুক্তি পেতেই রমরমিয়ে চলছে ‘জেলার’। ১০ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি।

সুপারস্টার রজনীকান্তকে দক্ষিণ ভারতে দেবতা জ্ঞানে পুজো করা হয়। তাঁর ছবি আসলেই শহর বড় বড় হোডিংয়ে মুড়ে যায়। গোটা দক্ষিণ ভারত জুড়ে কার্যত থাকে উৎসবের আবহাওয়া। এবার তাঁর ছবিকে ঘিরে চেন্নাই এবং বেঙ্গালুরুর কয়েকটি অফিস যা সিদ্ধান্ত নিয়েছে তা শুনে অবাক সকলে। প্রত্যেক রজনীকান্ত ভক্ত প্রথম দিনের প্রথম শো দেখতে চায়। তার জন্য আগে থেকেই ছুটির আবেদন কর্তৃপক্ষকে দিয়ে রাখেন ভক্তরা। তবে একদিনে সকল কর্মচারীকে ছুটি দেওয়া প্রায় অসম্ভব। তাই অনেকেই প্রথম দিনেই সিনেমা দেখতে পান না। সেই কথা মাথায় রেখে চেন্নাই এবং বেঙ্গালুরু কয়েকটি অফিসে সিনেমা রিলিজের দিনে ছুটি ঘোষণা করা হয়েছিল। এখানেই চমকের শেষ নেই। বহু অফিস থেকে আবার কর্মচারীদের ‘জেলার’র ফ্রি টিকিটও দেওয়া হয়েছে।

Chennai,Bengaluru,Rajinikanth,South India,Jailer

নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিতে ‘থালাইভা’ ছাড়াও জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণণের মতো তারকারা অভিনয় করেছেন। শুধু তাই নয়, সুপারস্টার মোহনলালকেও এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। আজকে নিয়ে দুইদিন হল এই ছবি। দুদিনে প্রায় ৭২ কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে এই ছবি বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় এটাই সুপারস্টারের এই ছবি কি কি নতুন রেকর্ড তৈরি করে।




Leave a Reply

Back to top button