পর্দায় আসছে কিশোর কুমারের বায়োপিক, কে অভিনয় করছে জানলে চমকে যাবেন
তিনি কিংবদন্তী। যেমন তাঁর গলার ঐশ্বর্য, সুরের মায়াজাল, তেমনই খামখেয়ালিপনায় সিদ্ধহস্ত।

রেকর্ডিং চলছে। হালকা গল্প, সঙ্গে খুনসুটি। এ সবের মধ্যেই খাতায় আঁকিবুঁকি কাটছেন কিশোর কুমার। কে একজন জিজ্ঞেস করল, ‘দাদা কি আঁকছেন’? কিশোর কুমারের সহাস্য জবাব, ‘একটা কোকিল আঁকলাম। এই গানটা মিষ্টি করে গাইতে হবে তো, তাই’।
কিশোর কুমার এমনই। তিনি কিংবদন্তী। যেমন তাঁর গলার ঐশ্বর্য, সুরের মায়াজাল, তেমনই খামখেয়ালিপনায় সিদ্ধহস্ত। পাহাড় প্রমাণ সেই মানুষটিকেই এবার রূপালি পর্দার ফ্রেমে ধরতে চলেছেন অনুরাগ বসু। শোনা যাচ্ছে, কিশোর কুমারের ভূমিকায় ছবিতে অভিনয় করবেন রনবীর কাপুর। ‘বরফি’-র পর কিংবদন্তী শিল্পীর বায়োপিকেই ফের জুটি বাঁধছেন অনুরাগ-রনবীর।
কিশোর কুমারের বায়োপিক তৈরির ইচ্ছে অনেক দিনের। কিন্তু কপিরাইট সংক্রান্ত সমস্যার কারণেই কাজ এগোচ্ছিল না। এমনটাই জানালেন অনুরাগ। সম্প্রতি গায়কের পরিবারের সঙ্গে কথাবার্তা বলে সমস্যা মিটিয়ে ফেলেছেন প্রযোজক ভূষণ কুমার। সব থেকে বেশি আপত্তি জানিয়েছিলেন শিল্পীর পুত্র অমিত কুমার। তিনিও নাকি সম্মতি দিয়েছেন। ফলে কাজ শুরু হবে শীঘ্রই।
নাম ভূমিকায় রণবীর কাপুর প্রায় পাকা। সম্প্রতি কলকাতায় এসে এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি। রণবীর বলেছিলেন, ‘গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের উপর কাজ চলছে। আপাতত স্ক্রিপ্ট লিখছেন অনুরাগ। আশা করছি, এটাই আমার পরের বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব’।
সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রণবীরের অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। মহারাজ নিজেও নাকি তাঁর চরিত্রে ঋষি-পুত্রকেই চেয়েছিলেন। তবে সব জল্পনায় জল ঢেয়ে দিয়েছিলেন অভিনেতা নিজেই। সৌরভের বায়োপিকে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। আর কিশোর কুমারের ভূমিকায় আসছেন রণবীর। তবে কবে থেকে শ্যুটিং শুরু হবে, আর কে কে অভিনয় করবেন, সে সব কিছুই জানা যায়নি।
সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীরের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। কথা ব্লার ধরণ, হাঁটা চলা সবটাই নিখুঁত ফুটিয়ে তুলেছিলেন পর্দায়। রণবীরের কমিক টাইমিংয়ের প্রশংসাও করেন সমালোচকরা। অন্যদিকে কিশোর কুমারের রসবোধও রীতিমতো আলোচনার বিষয় ছিল ইন্ডাস্ট্রিতে। তাঁর প্র্যাক্টিক্যাল জোকের গল্প আজও বলিপাড়ার মুখে মুখে ফেরে। ফলে কিশোর কুমারের চরিত্রে রণবীরকে মানাবে বলেই মনে করছেন সমালোচকরা।