দিনের পর দিন কেবলই অজুহাত, তৃণমূল নেতা বাবুলের বিরুদ্ধে তোপ ‘রানু মন্ডল বায়োপিক’ পরিচালকের

অহেলিকা দও, কলকাতা : স্টেশনে ( station ) বসে দিন কাটানো এক মহিলা হঠাৎ করেই গায়িকা ( singer ) হিসেবে ভাইরাল ( viral ) হয়ে যায় স্যোশাল মিডিয়ায় ( social media )। হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আর কেউ নন গায়িকা রানু মন্ডল ( Ranu Mandal )। রানাঘাট ( Ranaghat ) স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এমনকি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েন তিনি। মুম্বাইয়ের ( mumbai ) বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার ( Himesh Reshammiya ) দৌলতে হিন্দি গান ‘তেরি মেরি’ ( Teri Meri ) গাওয়ারও সুযোগ পেয়েছিলেন রানু ( Ranu Mandal )। একসময় পুজোর সমস্ত প্যান্ডেলে প্যান্ডেলে এই গানের চর্চা হত।
সময়ের সাথে সাথে জনপ্রিয়তা কমতে থাকে রানু মন্ডলের ( Ranu Mandal )। অল্প দিনেই পাওয়া সাফল্যের জেরে বদলে যায় তার আচরণ। যখন তখন বেঁফাস কথা বলে বিতর্কের মুখে পড়তে হয় তাকে। বহু ট্রোলড হতেও দেখা যায় তাকে। বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্যও করেছেন রানু। বহুদিন ধরেই জল্পনা হতে শুরু হয়েছিল কবে পর্দায় ফুটে উঠবে রানু মন্ডলের জীবনী? তাই বিগত বেশ কিছুদিন ধরে ফের একবার শিরোনামে রয়েছেন তিনি। কারণ তাকে নিয়ে প্রথমবার হিন্দি সিনেমা বানাতে চলেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল ( Hrishikesh Mondal )।
যেহেতু সিনেমাটি রানু মন্ডলের ( Ranu Mandal ) বায়োপিক ( Biopic ) তাই সিনেমার নামকরণ করা হয়েছে তার নামে। রানুর জীবনের নানান ঘটনাকে ঘিরে তৈরি এই সিনেমা। এই বায়োপিকের নাম ‘মিস রানু মারিয়া’ ( Miss Ranu Maria )। সেই নিয়েও রীতিমতো শুটিংও ( shoot ) শুরু করে দিয়েছিলেন পরিচালক। এই সিনেমায় গান গাওয়ার কথা ছিল বাংলার বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়র ( Babul Supriya )। কিন্তু তিনি কথা দিয়ে কথা রাখেননি বলে অভিযোগ ছবির পরিচালক হৃষিকেশ মণ্ডলের। অভিযোগ গান রেকর্ড করার সময় আসতেই নাকি দিনের পর দিন তারিখ বদলেই চলেছেন বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন….এলন থেকে ইলোনা! টুইটারে এলন মাস্কের নাম পরিবর্তনে নেট পাড়ায় জল্পনা
পরিচালক জানিয়েছেন রেকর্ডিং স্টুডিয়োয় এসে অন্য ছবির গান রেকর্ডিং কিংবা তাদের ছবির প্রচারের স্বার্থে ফটো শ্যুটও করেন বাবুল। কিন্তু রাণু মারিয়া’র গানের পালা আসতেই বাবুল সুপ্রিয় জানান, তাঁর শরীর ভাল লাগছে না। তিনি গাইতে পারবেন না। এই নিয়ে নাকি তিনি তিন দিন ফিরিয়ে দিয়েছেন টিম ‘রাণু মারিয়া’কে। এরই মধ্যে শোনা যাচ্ছে আর বাবুল সুপ্রিয়র জন্য অপেক্ষা করবেন না পরিচালক। সব ঠিক থাকলে এই ছবির গান হয়তো এবার কুমার শানু ( Kumar Shanu ) গাইবেন। যদিও এখনও পর্যন্ত তাঁর সঙ্গে পাকা কথা কিছু হয়নি পরিচালকের।
এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় স্পষ্ট জানিয়েছেন, “আমি ওদের বলেছিলাম, দুটোর বেশি গান আমি একদিনে গাই না। তাতে গানের প্রতি সুবিচার করা হয় না। যেদিন গাওয়ার কথা ছিল, সেদিন গিয়ে আমি দুটো গান গেয়ে এসেছিলাম। ওই গানটা বাকি রেখেছিলাম তরতাজা গলায় গাইব বলে। আমি আমার সেরাটা দিতে চেয়েছিলাম। ৮০ শতাংশ পারফর্ম করে পুরো পারিশ্রমিক নিতে চাইনি। সেটা যদিও ওঁরা না বুঝতে পারেন, তা হলে তা দুর্ভাগ্যজনক। আমি ওই গানটা আর গাইব না।”
ছবিতে মোট ১০টি গান। চার জন সুরকার সিদ্ধার্থ রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, নীলাকাশ রায় এবং সন্দীপ কর। পাশাপাশি, দুটো গান গেয়েছেন রানু স্বয়ং। অন্যদিকে পর্দায় রানু মন্ডলকে ফুটিয়ে তোলার জন্য ১০ কেজি ওজনও কমিয়েছেন ঈশিকা। এমনকি গায়িকার জীবন-যাপন, চেহারা সব কিছুর জন্য অভিনেত্রী স্বয়ং কয়েকটি দিন কাটিয়েছেন রানুর ( Ranu Mandal ) সঙ্গে।