গয়না চুরির দায়ে গ্রেফতার খড়ি! পুলিশি হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে প্রাণপাত ঋদ্ধির

বাংলার বিনোদন জগতে এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল গাঁটছড়া ( গাঁটছড়া ) । টিআরপির লড়াইয়ে প্রায় বেশিরভাগ সময়েই এগিয়ে থাকে এই ধারাবাহিকটি। প্রথমদিকে এ ধারাবাহিকে প্রধান দুই চরিত্র খড়ি এবং ঋদ্ধি একে অপরকে পছন্দ না করলেও সময়ের সাথে সাথে তারা একে অপরের কাছে আসতে থাকে। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে খড়ি ধীরে ধীরে নিজেকে ঋদ্ধিমানের যোগ্য প্রমাণ করার চেষ্টা চালাতে থাকে। অল্প অল্প করে জমে উঠতে থাকে এই জুটির প্রেম। যা দর্শকরা খুব ভালোভাবেই উপভোগ করছিল। কিন্তু হঠাৎই গাঁটছড়ার পর্দায় দেখা যায় এক নতুন চমক। সোনা চুরির দায়ে গ্রেফতার হয় খড়ি।
ধারাবাহিক শুরু হওয়া থেকেই আমরা দেখে আসছি বিভিন্নভাবে খড়ি এবং ঋদ্ধিমানের ক্ষতি করার চেষ্টা করে এসেছে সিংহ রায় বাড়ির মেজ ছেলে রাহুল। প্রতি পদে পদে খড়িকে অপদস্ত করাই তার একমাত্র কাজ। শুধু তাই নয়, তার সাথে খড়ির নিজের দিদি দ্যুতিও উঠে পড়ে লেগেছে খড়িকে সিংহ রায় বাড়ি থেকে বের করার জন্য। তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম চক্রান্ত করে রাহুল এবং দ্যুতি ঋদ্ধিমান এবং খড়ির ক্ষতি করে এসেছে। আর এবারও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। খড়িকে সিংহ রায় বাড়ি থেকে বের করতে আবারও ছক কষে রাহুল এবং দ্যুতি।
সম্প্রতি ধারাবাহিকে আমরা দেখতে পাই যে, ঋদ্ধিমানের মায়ের খড়ির ওপর ধীরে বিশ্বাস জন্মায়। আর এরপরই ধারাবাহিকে দেখা যায় খড়িকে গয়নার রাখার দায়িত্ব দেয় ঋদ্ধি। ঋদ্ধিমানের কথামত খড়ি সব গয়না সামলানোর দায়িত্ব নেয় এবং গয়নাগুলোকে সিন্দুকে রেখে দেয়। আর সেই গয়নাগুলি সরানোর ছক কষে রাহুল এবং দ্যুতি। সেদিন রাতেই সিন্দুকের চাবি হাতিয়ে সমস্ত গয়না সরিয়ে ফেলে তারা। আর পরদিন সকালে উঠে খড়ি রীতিমত হকচকিয়ে যায় গয়নাগুলি খুঁজে না পেয়ে। আর এরপরই দেখা যায় ঋদ্ধিমানের দাদুকে গ্রেফতার করতে পুলিশ আসে সিংহ রায় বাড়িতে।
View this post on Instagram
সিংহ রায় বাড়িতে পুলিশ আসলে খড়ি তাদেরকে জানায় গয়না চুরি যাওয়ার জন্য সে দায়ী। ফলে পুলিশও সেই কথামত খড়িকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যা দেখে রাগে ফুঁসতে থাকে সকল দর্শকরা। কেননা বারংবার দোষীদের শাস্তি দেওয়ার জায়গায় খড়িকেই সব শাস্তি ভোগ করতে হয়। তবে অবশ্য এবার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। ইতিমধ্যেই ধারাবাহিকের ফ্যান পেজ থেকে এই ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়। যেই প্রোমো দেখে আশায় বুক বাঁধছেন দর্শকরা।
ফ্যান পেজের শেয়ার করা প্রোমোতে দেখা যায় মিটিং শেষে বাড়ি ফেরার পর ঋদ্ধিমান খড়িকে দেখতে পায় না। এরপর তার পরিবারের সকলে তাকে সব ঘটনা খুলে বলেন। এই সবকিছু শুনে তো একেবারেই চমকে যায় ঋদ্ধিমান। এক কথায় সে বিশ্বাসই করতে পারে না যে এমন জঘন্য কাজ খড়ি করতে পারে। আর তাই নিজের কাছে সে প্রতিজ্ঞা করে ( Riddhi promise to save khori ) যে এই বিপদ থেকে খড়িকে উদ্ধার করে আনবে সে। এবার দেখার বিষয় এই যে ঋদ্ধিমান কি খড়ি কে বাঁচাতে গিয়ে রাহুল এবং দ্যুতির চক্রান্ত ধরতে আদৌ সক্ষম হবে? জানতে হলে চোখ রাখতে হবে গাঁটছড়ার পর্দায়।