নুন-তেলের রান্না ঘরে রান্না নয়, চলে ছিল যৌন মিলন! সর্বসম্মুখেই অকপট স্বীকারোক্তি ঋতাভরীর

তারকাদের রঙিন দুনিয়ার খবর থেকে ব্যক্তিগত জীবন সব নিয়েই মানুষ বড্ডো কৌতুহলী। সম্প্রতি নুসরাত জাহান টলিউডের বেশ সাহসী অভিনেত্রী। বিয়ের গোপনীয়তা হোক কিংবা সন্তানের স্বীকৃতি বারবার টলিপাড়ার চর্চায় উঠে আসে এই সুন্দরী তারকার নাম। নিজের জীবন নিয়ে লোকাচুরি থাকলেও, বর্তমানে তিনিই বসেছেন “ইস্ক উইদ নুসরাত- ভালোবাসায় বোল্ড” এর খোলামেলা আড্ডায়। আজকে প্রথম শোতেই ডাক পেয়েছেন বাংলার লাস্যময়ী জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
শো-তে বসেই সাহসী অভিনেত্রী যৌন জীবন সম্পর্কে যেসব বোমা ফাটালেন তাতেই রীতিমতো শোরগোল পড়ে গেল নেট মহলে। প্রকাশ্যেই কি বললেন তিনি জানেন?

img 20220626 165332
নুসরাতের সাহসী প্রশ্নের সামনে একটুও বিচলিত হলেন না ঋতাভরী। অকপটে বলে গেলেন জীবনের টপ সিক্রেট। নায়িকাদের জীবনে একাধিক পুরুষের আবির্ভাব নতুন নয়। কিন্তু প্রথম ডেটে গিয়েই ভয়ানক বিপদে পরেছিলেন অভিনেত্রী। একান্তে সময় কাটাবার সময় প্রেমিকের গায়ে পেয়েছিলেন জুতোর গন্ধ। তারপর আর ছ-মাস ঐ পথে যাননি বলেই জানান।এই শুনে হাসির রোল ওঠে দর্শকদের।যদিও এরপরেই বলেন সেই বিস্ফোরক মন্তব্য। নিজের প্রথম প্রেমিকের সাথে রান্নাঘরেই যৌনতায় লিপ্ত হয়েছিলেন অভিনেত্রী। খুল্লাম খুল্লা সেই কথাই বলেন তিনি। নুসরাত পাল্টা রসিকতা করে বলেন, ‘রান্নাঘরের জিনিস গুলো ঠিক ছিল তো? এই প্রশ্নের জবাবেও জানালেন, ‘একেবারেই ঠিক ছিল না।’

img 20220626 wa0048

এরপর বেশ স্পষ্ট ভাবেই সমাজকে দুষলেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’র নায়িকা। তিনি বলেন, ‘এক জন পুরুষের যদি একাধিক সঙ্গিনী থাকে তা হলে সেই পুরুষ তারকা! কিন্তু যদি উল্টো হয়, এক নারীর পাশে যদি একাধিক পুরুষকে দেখা যায়! সঙ্গে সঙ্গে তাকে বেশ্যা বলা হয়” এর পর বলেন আমি আমার ভাষার জন্য ক্ষমাপ্রার্থী’। বরাবরই সিনেমা, সিরিয়াল, এমনকি টিভি অ্যাডেও ছক ভাঙতে অভ্যস্ত এই পরমাসুন্দরী নায়িকা। সোসাল মিডিয়ায় তার পুরুষ ফলোয়ারের সংখ্যা প্রায় তিন মিলিয়ন ছাড়িয়েছে। সমাজের হয়ে মুখ খুলতে একেবারেই ভয় পাননা এই সাহসিনী।

ঋতাভরীর সাহসিকতাকে কুর্ণিশ জানিয়েছেন খোলামনের মানুষেরা। আবার প্রকাশ্যে যৌনতা ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় তীব্র সমালোচনায় করছেন অনেকে। শুনতে হচ্ছে বিভিন্ন অশ্লীল কটাক্ষ। তবে অভিনেত্রী অবশ্য বলেই দিয়েছেন, এসব মন্তব্যের তিনি পরোয়া করেন না।’ওগো বধূ সুন্দরী’র পরমাসুন্দরী ললিতা হোক বা ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’র সুশীলা নায়িকা, ব্যক্তিগত জীবনে যে তিনি অনেকটাই বোল্ড এই শো-এ করা মন্তব্যই তার প্রমাণ।




Leave a Reply

Back to top button