বলিউডকেও ছাপাবে ঋতাভরীর ডেস্টিনেশন ওয়েডিং! মুখের ফাঁকেই ফাঁস করলেন নিজের বিয়ের তারিখ

অহেলিকা দও, কলকাতা : চক্রবর্তী পরিবারে এখন বাজছে বিয়ের বাজনা। কিছুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন ঋতাভরী চক্রবর্তীর ( Ritabhari Chakrabarty ) দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী ( Chitrangada Chakrabarty )। তাই এইবার পালা বোনের। বর তো রেডি আগে থেকেই। তাই এবার শুধু বাগদান পর্ব সেরে ছাদনাতলায় ঢোকার পালা। সেই পরিকল্পনাটাও শুরু করে দিয়েছেন ঋতাভরী ( Ritabhari Chakrabarty )।

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষৎকারে অভিনেত্রী জানান, চলতি বছরের শেষেই বাগদান পর্ব সারবেন তিনি। আগামী বছর বসবেন বিয়ের পিঁড়িতে।এমনকি বলিউড ধাঁচে ডেস্টিনেশন ওয়েডিং সারার ইচ্ছা। যদিও জায়গাটার নাম এখনও জানাননি তিনি।

Ritabhari Chakraborty

ঋতাভরীর ( Ritabhari Chakrabarty ) হবু স্বামী তথাগত চট্টোপাধ‍্যায়ের পেশা মনোবিদ। জীবনের সবথেকে কঠিন সময়ে তথাগতকে পাশে পেয়েছেন তিনি। একটা সম্পর্কে মতের মিল হতে সময় লাগে অনেকটা বছর, সেখানে তাদের মিল হতে লেগেছে মাত্র কয়েক মাস। একটি ক্লিনিকের উদ্বোধনে গিয়ে প্রথম বার তথাগতর সঙ্গে সাক্ষাৎ হয় ঋতাভরীর।

Ritabhari Chakraborty

তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তখনই হয় যখন অভিনেত্রী নিজের এক বান্ধবীকে তথাগতর চেম্বারে নিয়ে যান। গত বছরের মার্চ মাসে দ্বিতীয় বার অস্ত্রোপচার হয় ঋতাভরীর ( Ritabhari Chakrabarty )। তখন থেকেই ধীরে ধীরে দুজনের মধ‍্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ২০২১ সালে জীবনের খুব কঠিন সময়ের মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। সেই সময়টা তথাগত তাঁর পাশে ছিলেন। একসাথে লিভ ইনও করছেন দুজনে।

আরও পড়ুন…৬৬ বছর বয়সে ছাদনাতলায় অরুণ লাল ! বিয়ের পর জানালেন নবদম্পতির মধুচন্দ্রিমার পরিকল্পনা

ঋতাভরী ( Ritabhari Chakrabarty ) জানান, তথাগত তাঁকে সবথেকে খারাপ সময়টায় দেখেছে। তাই খুব অনায়াসে তাঁর সাথে মিশে যেতে পেরেছে ঋতাভরী। ঘন্টার পর ঘন্টা নিজের মতো পছন্দের কাজ করে যেতে পারেন দুজনেই। আপাতত সল্টলেকে একটি বাড়ি কিনে সেখানে একসঙ্গে থাকছেন তারা।

আরও পড়ুন…ঘর আলো রণবীর-আলিয়ার ! বিয়ের দু’সপ্তাহের মাথায় সুখবর কাপুর পরিবারে




Leave a Reply

Back to top button