বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা ধারাবাহিকের এই দুই জনপ্রিয় মুখ
বাংলা ধারাবাহিকে কাজ করতে এসে প্রেম। সেখান থেকে রিয়েল লাইফে বেজেছে বিয়ের সানাই। এইরকম জুটি অনেকেই আছেন। সেই তালিকায় যোগ হচ্ছেন তারা।

শুভঙ্কর, কলকাতা: বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেকের ‘রিল’ লাইফের সম্পর্ক ‘রিয়েল’ লাইফে গড়িয়েছে। এইরকম উদাহরণ অনেক রয়েছে। তাঁরা এখন চুটিয়ে সংসার এবং কাজ দুটোই করছে। এইবার সেই তালিকায় সংযোজন হতে চলেছে আরও একটি জুটির নাম। তাঁরা বাংলা ধারাবাহিক সিরিয়ালের জনপ্রিয় মুখ। প্রশ্ন জাগছে তো কোন জুটি। বেশি ভণিতা না করে বলেই ফেলা যাক। তারা হচ্ছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য।
চিনতে কি কোথাও অসুবিধা হচ্ছে। তাহলে সহজ ভাবে বলা যায় ‘যমুনা ঢাকি’তে একসঙ্গে কাজ করতেন রুবেল এবং শ্বেতা। তবে ‘যমুনা ঢাকি’র সেটেই যে তাদের প্রথম পরিচয় তা কিন্তু নয়। ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন এই জুটি। তবে একথা ঠিক যে আগে থেকে বন্ধুত্ব থাকলেও প্রেমের সম্পর্ক হয় সিরিয়ালে অভিনয় করতে গিয়েই। এখন অবশ্য এই দুই জন আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করছেন। রুবেল এখন রয়েছেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। অন্যদিকে শ্বেতা কাজ করছেন টলিউড ইন্ডাস্ট্রিতে।
এখন পায়ের চোট পেয়ে গৃহবন্দী অবস্থায় আছেন রুবেল। ঘর থেকেই শুটিং করছেন। নিম ফুলের মধু সিরিয়ালের একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পায়ে চোট পান তিনি। দৃশ্যে বাস থেকে ঝাঁপিয়ে পড়ার ঘটনা ছিল সেটা করতে গিয়েই পায়ে চোট লাগে তাঁর। আপাতত ঘর থেকেই শুটিং করছেন তিনি। টেকনোলজি এবং গ্রাফিক্সের সুবাদে ব্যাকগ্রাউন্ডে সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী ফুটে উঠছে দত্ত বাড়ি। শারীরিক অসুস্থতার মধ্যেও নিজের ১০০ শতাংশ দিচ্ছেন রুবেল। এমন অবস্থায় সংবাদমাধ্যমের কাছে নিজের মনের কথা প্রকাশ করলেন। জানালেন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি এবং শ্বেতা। রুবেল জানিয়েছেন বিয়ে করার প্ল্যানিং তাদের মধ্যে চলছে। তবে এখনই অর্থাৎ চলতি বছরেই তাদের বিয়ে করার পরিকল্পনা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে শ্বেতা-রুবেলের গায়ে হলুদ হয়ে যাবে। টলিউড ইন্ডাস্ট্রি আরও একটি জুটি পাবে।