ভোর থেকেই ‘জাওয়ান’ দর্শনে হলমুখী দর্শক! শাহরুখ সেলিব্রেশনে অংশ নিলেন নীল-তৃণা

মুক্তি পেল কিং খান অভিনীত জাওয়ান। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ অংশ নিলেন সবাই

পূর্বাশা, হুগলি: বলিউড মানেই কিং খান। আর কিং খান মানেই আবেগ। বাঙালির মনে সদা সর্বদা এক নম্বরে বলিউড বাদশা শাহরুখ খান। পাঠানের আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পর এবার জাওয়ান নিয়ে ফিরেছেন বাদশা। ছবি মুক্তির আগের থেকেই চলছিল কাউন্টডাউন। ছবি মুক্তির দিন নজরে পড়লো তার প্রতিফলন। কাকভোরে মর্নিং শো দেখতে ভিড় জমালেন শাহরুখ অনুরাগীরা।

Bollywood,New movie,Jawan,Shah rukh Khan,West Bengal,Public craze,Tollywood,Neel Bhattacharya,Trina Saha

শহর থেকে শহরতলি সর্বত্র একই দৃশ্য। ‘জাওয়ান’
জ্বরে কাঁপছে ভারত। কেবল সাধারণ মানুষ নন প্রেক্ষাগৃহে ছুটলেন সেলিব্রিটিরাও। এদিন ভোরে নিউটাউনের মিরাজ সিনেমা হলে নজর পড়ল টলি পাড়ার তারকা দম্পতি নীল-তৃণা কে। হাসিমুখে পোজ দিয়ে তাঁরা জানালেন, শাহরুখের জন্য দিন রাত এক করে দিতে পারেন। আর তাই মর্নিং শো-তে দল বেঁধে চলে এসেছেন প্রেক্ষাগৃহে।

Bollywood,New movie,Jawan,Shah rukh Khan,West Bengal,Public craze,Tollywood,Neel Bhattacharya,Trina Saha

এরপর বেলা বাড়তে সৃজিত মুখার্জি থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় সকলেই এলেন ‘জাওয়ান’ দর্শনে। হাসিমুখে বললেন তাঁরাও শাহরুখের ফ্যান। এছাড়া বাংলার দিকে দিকে চলল শাহরুখের ছবি নিয়ে সেলিব্রেশন মিছিল, হই হট্টগোল আর স্লোগান। সব মিলিয়ে এক জাঁকজমক ‘জাওয়ান’ ছবি ধরা পড়ল বঙ্গের কোনায় কোনায়।




Leave a Reply

Back to top button