দীর্ঘদিন প্রেম করার পর ও বিচ্ছেদ! দিদি নম্বর ওয়ানে ভালোবাসার ক্ষোভ উগরে দিলেন সানন্দা

অহেলিকা দও, কলকাতা : দীর্ঘ বছর ধরে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হলো ‘দিদি নম্বর ওয়ান’ ( Didi No. 1 )। টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা। বিভিন্ন প্রান্ত থেকে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন বিভিন্ন মহিলা প্রতিযোগীরা। তবে মাঝেমধ্যেই বিভিন্ন বিশেষ পর্বে ( Didi No. 1 ) উপস্থিত হন টলিউডের জনপ্রিয় সেলিব্রিটিরা।
কখনো হাতের সাহায্য ছাড়া মুখ দিয়ে বিস্কুট নেওয়া আবার কখনো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কানে হেডফোন লাগিয়ে উত্তর বলে ফ্রিজ, ওয়াশিং মেশিন জিতে বাড়ি যান বহু দিদিরা। এবার সেরকমই একটি বিশেষ পর্বে ( Didi No. 1 ) উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সানন্দা বসাক ( Sananda Basak )। এখানে উপস্থিত হয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানান তথ্য ফাঁস করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এদিন সানন্দা বসাক জানিয়েছেন ( Didi No. 1 ) দীর্ঘদিন প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এবং খুব কম সময়ের মধ্যেই মেয়ের জন্ম দেন অভিনেত্রী। কিন্তু এরপর থেকেই যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তার রূপ পরিবর্তন হতে থাকে বলে দাবি করেছেন সানন্দা। শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয় তাকে।
অভিনেত্রী আরও ( Didi No. 1 ) জানিয়েছেন বর্তমানে মেয়েকে নিয়ে খুব ভালো আছেন তিনি। তবে কিছুদিনের জন্য অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন নিজের শাড়ির ব্যবসায় অভিনেত্রী মন দিতে চান, যে কারণে বর্তমানে কিছুদিন ছোটপর্দা থেকে অনুপস্থিত থাকবেন অভিনেত্রী সানন্দা বসাক।
আরও পড়ুন…“একদিন পাব খাঁটি ভালোবাসা”, পল্লবীর বিদায়ে কানে বাজে Didi No 1-এর মঞ্চে তাঁর শেষ বক্তব্য
আরও পড়ুন…আবীরের গুগলিতে দাদা বোল্ড, রীতিমতো ক্ষেপে গেলেন সৌরভ অনুরাগীরা