তাহলে কি সম্পর্কে ফাঁটল ‘সন্ধ্যা-তারার, নিজের বোনের সতীন হবে ‘তারা’
তবে স্টাইল স্টার জলসার নতুন সিরিয়াল সন্ধ্যা তারা একদম মধুর সম্পর্কটাকেই দেখানো হচ্ছে। দিদি বোন একে অপরের প্রান। সন্ধ্যা ও তারা আলাদা ব্যক্তিত্ব হলেও তাদের সুন্দর সম্পর্ক দর্শকের মন জয় করে নিয়েছে।

শুভঙ্কর, কলকাতা: ভাই-বোনের সম্পর্ক যেমন দৃঢ় ও মিষ্টি ঠিক তেমনভাবেই দিদি-বোনের সম্পর্কের মধ্যে একটা আলাদা মাধুর্য আছে। এই প্লটকে কেন্দ্র করেই বাংলা ও হিন্দি সিরিয়ালে অনেকগুলো ধারাবাহিক এসেছে বিভিন্ন সময়ে। সাম্প্রতিককালে বাংলায় ‘ইচ্ছে পুতুল’, ‘ইচ্ছেনদী’ সহ অনেক সিরিয়ালে দিদি-বোনের সম্পর্ক দেখানো হয়েছে। তবে সিরিয়ালগুলোতে এই সম্পর্কের মধ্যে একটা ফাঁটল ছিল। চরিত্রগুলো একে অপরের বিরুদ্ধে থাকতো। তবে স্টার জলসার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’তে একদম মধুর সম্পর্কটাকেই দেখানো হচ্ছে। দিদি-বোন একে অপরের প্রান। সন্ধ্যা ও তারা আলাদা ব্যক্তিত্ব হলেও তাদের সুন্দর সম্পর্ক দর্শকের মন জয় করে নিয়েছে।
তবে এ যে বাংলা সিরিয়াল। কখন কোন দিকে মোড় নেবে কেউ জানে না। টিআরপির লক্ষ্যে অনেক পরিবর্তন করা হয়। তাহলে কি ‘সন্ধ্যাতারা’তেও পরিবর্তন আসবে? এই দুই বোনের সম্পর্ক ঠিক থাকবে না? তার জন্য তো অপেক্ষা করতেই হবে। তবে কাহানিতে আসছে টুইস্ট। বর্তমানে দেখানো হচ্ছে আকাশ চরিত্রটির সঙ্গে বিয়ে হয় গ্রামের মেয়ে সন্ধ্যার। তবে সে সন্ধাকে নয় পছন্দ করতে থাকে তারাকে। বারবার ছুটে যাওয়ার চেষ্টা করে তার কাছে। এবার তারার কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আকাশ। তার পিছু নেয় সন্ধ্যা। তাহলে তারাই কি হবে সন্ধ্যার নতুন সতীন। এই দুই অন্তরঙ্গ বোনের মধ্যে কি দেখা যাবে সম্পর্কের ফাটল? সিরিয়ালের প্রোমো দেখে দর্শকরা এই অনুমানই করে নেন। মনে করতে থাকেন আর পাঁচটা সিরিয়ালের মতই একই দিকে এগোচ্ছে এই সিরিয়াল।
তবে এখানেই খেলা শুরু। তারার জীবনে প্রবেশ করে অন্য একজন। সিরিয়ালে আসছে নতুন নায়ক। অন্যদিকে আকাশও সবটাই জেনে যায় যে সন্ধ্যা ও তারা দুই বোন। সবটাই জলের মতো পরিষ্কার হয়ে যাবে আকাশের। এখন দেখার বিষয় গল্পে আর কি কি নতুন মোড় আসে।