হিন্দু উৎসব পালন, ইসলামের বেলায় ঠুটো! হিন্দু উৎসব পালন করায় আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী সারা আলি খান

সারা আলি খান (Sara Ali Khan) তার মন্দির সফরে ফিরে এসেছেন। এবারও তার সঙ্গী গ্যাসলাইট সহ-অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি গুজরাটের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে তাদের সফরের কিছু ছবিও শেয়ার করেছেন। উদ্বোধনী স্লাইডে সারা এবং বিক্রান্ত শিব লিঙ্গের পাশে বসে আছে। তারপরে, আমরা সারার একটি একক ছবি দেখতে পাই। শেষ ফ্রেমে সারা এবং বিক্রান্ত সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছেন। সারা তার স্বাক্ষর কবিতা শৈলীতে “জয় ভোলেনাথ” এর জন্য একটি ধন্যবাদ নোটও লিখেছেন। “আপনাকে নিছক সাথ পেয়ে ভালো লাগল। চিত্রগ্রহণ, অনুপ্রেরণামূলক, আমার হাত ধরে। সেখানে থাকা এবং হর এক কথার জন্য আমাকে সাহায্য করছে। ধন্যবাদ…. জয় ভোলেনাথ।”
বলিউডের স্টার কিডদের মধ্যে একটু ব্যতিক্রমী সারা আলি খান (Sara Ali Khan)। বেশ কয়েক বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। প্রথম ছবির প্রচারের সময়েই তাঁর নম্র স্বভাব মন জয় করেছিল সবার। এই কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে থেকেও গুণটা হারিয়ে ফেলেননি সারা। তাঁর আরো একটি গুণ হল, সব ধর্মকে সম্মান করা। নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়েও প্রায়ই বিভিন্ন মন্দির দর্শন করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন শেষলগ্নে সৌরভের ‘দাদাগিরি’র নবম সিজন! মনখারাপ সৌরভ ফ্যানেদের
কাশী বিশ্বনাথ ধাম, কামাখ্যা মন্দির, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ সহ বহু তীর্থক্ষেত্রে ঘুরেছেন তিনি। কখনো কখনো সারার মা অমৃতা সিংকেও সঙ্গী হতে দেখা গিয়েছে মেয়ের। অহিন্দু হয়ে হিন্দু মন্দির দর্শন করায় বহুবার মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন সারা। মিলেছে অভিশাপও। কিন্তু সাবধানবাণী কানে তোলেননি সইফ কন্যা।
এবার গুজরাটে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলেন সারা। এবারে তাঁর সঙ্গী অভিনেতা বিক্রান্ত মাসে। দুজনে একসঙ্গে ‘গ্যাসলাইট’ ছবিতে অভিনয় করছেন। ইন্সতাগ্রাম (Instagram) সারার পোস্ট করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে, মহাদেবের সামনে বসে রয়েছেন সারা ও বিক্রান্ত Vikrant Massey। সাদা ও নীল এমব্রয়ডারি করা সালোয়ার কামিজ পরেছেন সারা। ওড়না জড়িয়েছেন মাথায়।
View this post on Instagram
দ্বিতীয় ছবিতে হাত জোড় করে লেন্সের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী (Sara Ali Khan)। আর তৃতীয় ছবিতে সমুদ্রের উপরে অস্তমান সূর্যের দিকে মুখ করে ধ্যানে বসেছেন সারা (Sara Ali Khan) ও বিক্রান্ত । ক্যাপশনে ছন্দ মিলিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘তোমাকে আমার সঙ্গে পেয়ে খুব খুশি। আমার হাত ধরে আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছো। প্রত্যেকটি ব্যাপারে আমার পাশে থেকে সাহায্য করছো। ধন্যবাদ, জয় ভোলেনাথ!’
সারার পোস্ট দেখে যথারীতি ক্ষেপে লাল কট্টরপন্থীরা। একজন লিখেছেন, ‘সবসময় হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছেন। কিন্তু মুসলিম পরবগুলো একটাও না। বোঝাই যাচ্ছে রমজানে কেমন উপোস থাকবেন আপনি।’ আরেকজনের বক্তব্য, ইসলামের প্রতি লজ্জা সারা। আবার কারোর কটাক্ষ, বলিউডের হিন্দুবিরোধী কর্মকাণ্ডের জন্য অনেকেই এই ইন্ডাস্ট্রিকে বয়কট করতে শুরু করেছে। তাই এখন এত মন্দির দর্শনের ঘটা।
প্রসঙ্গত, এই মুহূর্তে গুজরাটে গ্যাসলাইট ছবির শুটিং করছেন সারা আলি খান (Sara Ali Khan) ও বিক্রান্ত মাসে Vikrant Massey। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পবন কৃপালানি পবন। এছাড়াও ভিকি কৌশলের সঙ্গেও একটি ছবিতে অভিনয় করেছেন সারা।
আরও পড়ুন পরিচালনা ছেড়ে হেড়ে গলায় গান ধরলেন করণ! হুনারবাজের সেটে পরিচালকের কীর্তি দেখে হেসে খুন নেটবাসী