সারার নতুন লুক ফের নজর কাড়ল সবার, কি সাজে সাজলেন তিনি

সারার এথনিক পোশাকে সাজ ঘুম উড়িয়েছে ভক্তদের। সম্প্রতি ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে গাঢ় সবুজ লেহেঙ্গায় সেজেছেন তিনি

শুভঙ্কর, মুম্বাই: বাবাকে বলা হয় ‘ক্রিকেটের ঈশ্বর’, দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে অসামান্য ছাপ রেখে গেছেন। তারকার রেকর্ড এখনও কেউ স্পর্শ করতে পারেনি। ১০০টা সেঞ্চুরির রেকর্ড এখনও অক্ষন্ন রয়েছে। অন্যদিকে তাঁর কন্যাও পিছিয়ে নেই। সবসময়ই চর্চায় থাকেন নিজের বিভিন্ন নতুন নতুন লুক নিয়ে। বুঝতেই পারছেন কার কথা হচ্ছে।হ্যাঁ! ক্রিকেটিও কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও তাঁর কন্যা সারা তেন্ডুলকারের কথাই বলা হচ্ছে। সারা বিভিন্ন সময় সোশ্যাল নেটওয়ার্ক সাইট গুলোতে নিজের ছবি পোস্ট করেন। এবারও তাকে নতুন লুকে দেখা গেল।

শাড়ি লেহেঙ্গা থেকে সালোয়ার কামিজ প্রতিটি লুকেই নজর কাড়েন তিনি। শচীন কন্যার ইনস্টাগ্ৰামে ফলোয়ারও অনেক। চার মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। যে-কোনও ছবি পোস্ট করলেই তা খুব দ্রুত হারে ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। সম্প্রতি তাকে দেখা গেল সালোয়ার কামিজ ও লেহেঙ্গাতে দেখা গেল। শচীন কন্যার এই লুক ঝড় তুলেছে ইনস্টাগ্রামে। সারার এথনিক পোশাকে সাজ ঘুম উড়িয়েছে ভক্তদের। সম্প্রতি ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে গাঢ় সবুজ লেহেঙ্গায় সেজেছেন তিনি। মাথায় ও কানে রয়েছে অলঙ্কার। মুখে একদম হালকা মেকআপ। যেকোনো বলি নায়িকাকে টক্কর দেওয়ার জন্য এই লুকই যথেষ্ট বলে মনে করছেন তাঁর ভক্তরা।

Sara Tendulkar,Sachin Tendulkar,new look

সারা নিজের পড়াশোনা করছেন লন্ডন ইউনিভার্সিটি থেকে। সেখানে পড়াশোনার ফাঁকে বান্ধবীদের সঙ্গেও ছবি ছাড়েন। সেখানে দেখা যায় খুনসুটি করতে। তার ওয়েস্টার্ন লুকও ভক্তরা বেশ পছন্দ করেন। সারা সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার শুভমান গিলেরও একটা সম্পর্কের কথা শোনা যায় তবে এই বিষয়ে তাঁরা কোনদিনই নিজেদের মুখে সত্যতা স্বীকার করেননি‌।




Leave a Reply

Back to top button