জামাই আদর নয়, বৌমার শাশুড়ি আদর! মিঠাইয়ের শাশুড়িষষ্ঠী দেখে আপ্লুত বাস্তবের শাশুড়িরা

প্রত্যুষা সরকার, কলকাতা: টিআরপি লিস্টে ফের নিজের প্রথম স্থান ফিরে পেয়েছে ‘মিঠাই’ ( mithai )। শুরু থেকেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ধারাবাহিক হল ‘মিঠাই’। এই নিয়ে প্রায় ৪৯ সপ্তাহ ধরে বাংলা ধারাবাহিকের টপার এই সিরিয়াল। এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা সিরিয়াল প্রেমী দর্শদের প্রায় সকলের মুখে মুখে ঘরে ‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’ এর কথা।
টানা এক বছর টি আর পি লিস্টের প্রথম স্থানটি বাধা ছিল ‘মিঠাই’-এর জন্য। তবে বছর ঘুরতেই সেই স্থান হারিয়ে ফেলে মিঠাই ( mithai )। আর এই ঘটনায় মন খারাপ হয়ে পরে মিঠাই দর্শকদের। তবে অল্পদিনের মধ্যে ফের প্রথম স্থানে ফিরে এসেছে মিঠাই। টানা দেড় বছর ধরে দর্শকের অগাধ প্রশংসা পেয়ে আসছে জি-বাংলার এই ধারাবাহিকটি।
প্রথম থেকেই সুখ, দুঃখ, হাঁসি,মজার ভাগ করেছে মঠাই পরিবার। তাই পুরনো হয়ে গেলেও তাদের এই দুষ্ট মিষ্টি খুণসুটি দেখতে ধারাবাহিক এখনও দেখেছন সিরিয়ালের একনিষ্ঠ দর্শকেরা ( mithai sasuri sasthi )। আবার নতুন এক অনুষ্ঠানের মাধ্যমে একবার ফের দর্শকের কাছে প্রশংসা পেলেন মিঠাই ধারাবাহিক।
ধারাবাহিকে সাম্প্রতিকতম পর্বে একটু অন্যরকম ছোঁয়া পেয়েছে ভক্তরা। যা মন কেরেছে সকলের। জামাইষষ্ঠীর মরসুম সব ধারাবাহিকে জামাইষষ্ঠী পর্ব নিয়ে মাতামাতি চলছে। তবে মিঠাই সব সমই একটু আলাদা। তাই জামাইষষ্ঠী নয় বরং জামাইষষ্ঠীর বদলে পালন হতে দেখা যাচ্ছে শাশুড়ি ষষ্ঠীর ( mithai sasuri sasthi )। বৌমা ষষ্ঠী পালন করে দেখা গেছে অনেক বার কিন্তু শাশুড়ি ষষ্ঠী এই প্রথম।
এই ঘটনাটা ঠিক যে, প্রথম থেকেই মিঠাই ধারাবাহিকে যায় দেখানো হক না কেন সেটা ভাইরাল হয়ে যায়। এই যেমন ধরুন ‘উচ্ছেবাবু মিষ্টি’। ধারাবাহিকে সম্প্রচার হওয়া মাত্রই দোকানে দোকানে ছড়িয়ে গেল ‘উচ্ছেবাবু মিষ্টি’। এবার হয়তো হল না তবে হয়তো পরের বছরই পালিত হতে দেখতে পাওয়া যাবে শাশুড়ি ষষ্ঠী আয়োজন। মিঠাই অনুরাগীদের দাবি, ‘এই প্রথম কোনও ধারাবাহিক শাশুড়ি ষষ্ঠী ( mithai sasuri sasthi ) পালন হল। হয়তো আগামীদিনে মিঠাইয়ের হাত ধরে বদল আসতে পারে’।